সোশ্যাল মিডিয়ায় খুব কম পোস্ট করেন জিৎ। তবে অভিনেতা কিছু ছবি বা ভিডিয়ো দিলেই, তা নিমেষে কেড়ে নেয় নেটপাড়ার মন। এবার যেমন দেখালানে কীভাবে ছেলেমেয়েকে নিয়ে দিওয়ালি কাটালেন অভিনেতা।
জিৎ একটি ছবি আর একটি ভিডিয়ো দেন ইনস্টাগ্রামে। ছবিতে অভিনেতা রয়েছেন ছেলের সঙ্গে। দেখা গেল রোনভ বাবার একেবারে ঘাড়ে চেপে বসেছে। আর শুধু বসেইনি, মাথা ঝুঁকিয়ে বেশ হাসিহাসি মুখে দেখছে বাবাকে। দুজনেই পরে আছেন সাদা রঙের পাঞ্জাবি। পরের ভিডিয়োটি ফানুশ ওড়ানোর। যেখানে নবন্যা ওর বান্ধবীদের নিয়ে ফানুশ উড়িয়ে দিল আকাশেষ। আর এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘তোমার স্বপ্নগুলো নিয়ে বাঁচো’। ছেলে-মেয়ের মুখের হাসির থেকে বড় স্বপ্ন একজন বাবার কাছে কি বা হতে পারে!
আরও পড়ুন: আরজি কর নিয়ে চুপ! কালীপুজোয় বারাসতে হেলমেট ছাড়া বাইক চালিয়ে ফের ট্রোলে অনির্বাণ
২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাতে বাঁধা পড়েন টলিউড অভিনেতা জিৎ। জানা যায়, বিয়ের কথা পাকা হওয়ার পর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করেন। ২০১২ সালে জিৎ ও মোহনার পরিবারে আসে তাঁদের মেয়ে নবন্যা। ১১ বছর পর ২০২৩ সালের অক্টোবরে পুত্র সন্তানের জন্ম দেন এই দম্পতি। পারফেক্ট ফ্যামিলি ম্যান হিসাবে ইন্ডাস্ট্রিতেও বিশেষ পরিচিত জিৎ। পরিবারকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন বরাবর।
আরও পড়ুন: সৌমিতৃষার সঙ্গে অনবরত তুলনা মিত্তির বাড়ির নায়িকার! নতুন মেগা নিয়ে কী বলছেন আদৃত
২০০২ সালে বাংলা ছবি সাথীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন জিৎ। প্রথম সিনেমার পর গায়ে লেগে যায় সুপারস্টার তকমা। অভিনয়ে পা রাখার পর স্বস্তিকা আর কোয়েলের সঙ্গে নাম জড়ালেও, তা নিয়ে কখনো মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন: বৃদ্ধ বাবা-মাকে দেখে না ছেলে! মিঠুনের হয়ে মমলা লড়বে শুভশ্রী, বিপাকে ঋত্বিক
কিছুদিন আগে ছেলে রোনভের এক বছরের জন্মদিনের ছবি শেয়ার করে সকল অনুরাগীকে দিওয়ালির শুভেচ্ছা জানান টলি সুপারস্টার। লেখেন, 'আমাদের সবার তরফ থেকে আপনাদের ধনতেরাস আর দিওয়ালির অনেক শুভেচ্ছা'।
কাজের সূত্রে, জিতকে এরপর দেখা যাবে লায়ন-এ। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রায়হান রাফি। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে জিতের। জানা গিয়েছে আগামী বছর ইদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।