আরজি কর-কাণ্ডে রাজ্য তোলপাড়। ৩১ বছর ঝকঝকে এক তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় নিজের হাসপাতালেই ধর্ষিতা হলেন, নির্মমভাবে হারালেন প্রাণ! এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরেও থামছে না চিকিৎসকদের আন্দোলন।
বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় চুপ ছিলেন টলিউড সুপারস্টার জিৎ। সাধারণত নিজের ছবির প্রচার ছাড়া সমাজমাধ্যমে সেভাবে সক্রিয় নন নায়ক। তবে এবার চুপ থাকতে পারলেন না তিনিও! জিৎও মেয়ের ভাবা। রাজ্যের মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ‘সুলতান’। স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে তাঁর প্রশ্ন, ‘আমরা কি সত্যি স্বাধীন?’
জিৎ তাঁর পোস্টে লিখেছেন, ‘আগামিকালই স্বাধীনতা দিবস। কিন্তু কিছু সময়ে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি? কেন আজও সমাজে মহিলাদের টার্গেট করা হয়? কেন মহিলাদের উপরেই এমন মর্মান্তিক অত্যাচার করা হয়? এই ধরনের জঘন্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসাবে আমাদের ঠিক কী করা উচিত?' এরপর জিৎ যোগ করেন, 'আমি কল্পনাও করতে পারছি না, ওই মেয়েটি কী ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে! ওর পরিবার এখন কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে! আমরা কোনও ভাবেই ওদের যন্ত্রণা বলে বোঝাতে পারব না। আরজি কর হাসপাতালে যা হয়েছে, তা দেখে আমি স্তম্ভিত ও ভীষণ বিরক্ত। নতুন ভারত গড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহিলাদের সুরক্ষা। আইন ও প্রশাসনের সঙ্গে যুক্ত সকলকে অনুরোধ করব, এই ঘটনার যেন সুবিচার হয়। অপরাধীকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়’।
জিৎ-এর এই পোস্টের কমেন্ট বক্সে জ্বলজ্বল করছে তাঁর সহধর্মিণীর মন্তব্য। মোহনা সহমত পোষণ করেন স্বামীর সঙ্গে।
তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের চব্বিশ ঘণ্টার আগেই গ্রেফতার হয় সঞ্জয় রায়। ময়নাতদন্তের রিপোর্ট দেখেই আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে ফরেন্সিক বিশেষজ্ঞরা দাবি করছেন, এই ঘটনা একা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা চিকিৎসকের পেটে, ঠোঁটে, আঙুলে, বাঁপায়ে ক্ষত রয়েছে। চিকিৎসকের চশমার কাচ ভেঙে চোখে ঢুকে গিয়েছিল। তাঁর মুখ খুব জোরে চেপে ধরে রাখা ছিল। তার মাথা দেওয়ালে বা মেঝেতে ঠুকে দেওয়া হয়েছিল। এদিকে মৃত চিকিৎসকের গালে ক্ষত রয়েছে। তা হামলাকারীর নখের থেকে হয়েছে বলে অনুমান করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। এদিকে চিকিৎসকের পালটা লড়াইয়ের চিহ্ন নাকি সঞ্জয়য়ের শরীরেও পাওয়া গিয়েছে।
বুধবার সকালে সঞ্জয়কে হেফাজতে নিয়েছে সিবিআই। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছে সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা। বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ আরজি কর মেডিক্যালে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীরা। সঙ্গে ছিলেন দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। হাসপাতালে পৌঁছেই চার তলার সেমিনার হলে পৌঁছে যান তাঁরা। ঘটনাস্থল খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা। ঘটনাস্থলের অসংখ্য ছবি তোলেন তাঁরা। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তের কাজ চলছে।