জিতের স্ত্রী মোহনা মদনানির ২৫ জুলাই, বৃহস্পতিবার জন্মদিন। আর বেটার হাফের এই বিশেষ দিনে একটি বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেতা। পোস্ট করলেন তাঁদের একটি অদেখা ছবিও।
আরও পড়ুন: 'যেন ভয় পায়...' সলমনের বাড়ির সামনে গুলি চালানোর আগে শুটারদের কী নির্দেশ দিয়েছিল আনমোল বিষ্ণোই?
স্ত্রীর জন্মদিনে কী লিখলেন জিৎ?
জিৎ এদিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে কালো শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে মোহনার পরনে রয়েছে সোনালি রঙের শাড়ি। তাঁদের একে অন্যকে জড়িয়ে হাসছেন। এই ছবিটি পোস্ট করে জিৎ লেখেন, 'সঙ্গী হিসেবে তোমার সঙ্গে ভালোবাসা খুঁজতে এবং সেটাকে এই গোটা প্রসেসে খুঁজে পেতে ভীষণ ভালো লাগে। তোমার খুশি আমার জীবনে প্রাণ নিয়ে আসে যেন। শুভ জন্মদিন মোহনা।' জিতের এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অর্ধাঙ্গিনীকে।
কে কী লিখলেন?
এদিন যে কেবলের জিতের ভক্তরাই মোহনাকে শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টে সেটাই নয়, একাধিক তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন মোহনাকে। রুক্মিণী মৈত্র লেখেন, 'এটাকেই বলে ১০০ পার্সেন্ট লাভ।' ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, 'শুভ জন্মদিন মহিবা। অনেক ভালোবাসা। আনন্দে থাকো।' শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'শুভ জন্মদিন মোহনা দি।' সৌমিলি বিশ্বাস, ঐন্দ্রিলা সেন, দেবলীনা ধর, সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মোহনাকে।
প্রসঙ্গত জিৎকে শেষবার বুমেরাং ছবিতে দেখা গিয়েছিল। এটি একটি সায়েন্স ফিকশন ছবি ছিল। যেখানে জিতের বিপরীতে রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছিল। দুজনেরই দ্বৈত চরিত্র ছিল ছবিতে। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছে এই ছবি।