কদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন টলিউডের অভিনেতা জিৎ। জন্মের পর থেকেই, এই খুদেকে নিয়ে বেশ চর্চা। অক্টোবরেই ছিল রোনভেরএক বছরের জন্মদিন। টলিউড থেকে সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল, ঋতুপর্ণা সেনগুপ্তরা। পার্টিতে বিশেষ করে নজর কাড়েন অভিনেতার স্ত্রী মোহনা ও মেয়ে নবন্যাও।
মোহনার সৌন্দর্যর চর্চা বরাবরই। নবন্যাও কিন্তু মা-বাবার রূপ পেয়েছেন। প্রায় অনেক বছর পর আবার বাবা হওয়ার সুখ পেয়েছিলেন জিৎ। নবন্যা আর রোনভের বয়সের পার্থক্য ১১ বছরের। তাতে কি, বেশ দুষ্টুমি চলছে বাড়িতে সারাদিন। অন্তত অভিনেতার ফ্যানপেজ থেকে সেরকমই একটি মিষ্টি ভিডিয়ো উঠে এল সামনে।
আরও পড়ুন: বয়স ১০০-র বেশি, ঘর পরিষ্কার করতে গিয়ে ব্রেন স্টোক! প্রয়াত কঙ্গনা রানাওয়াতের দিদা
দেখা গেল বিছানায় বালিশে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে রয়েছে নবন্যা। আর রোনভ গিয়ে বারবার দিদির মুখে ছোট্ট ছোট্টা হাতে মারতে ব্যস্ত। একসময় তো চোখ থেকে চশমাও টেনে নেয়। কোনোরকমে সেই মুঠি থেকে চশমা ছাড়িয়ে নিজের চোখে পড়ে নেয় নবন্যা।
আরও পড়ুন: এতদিন হয়ে ওঠেনি, প্রসবের পর বাড়ি ফিরেই কাঞ্চনকে সঙ্গে নিয়ে একাজ করলেন শ্রীময়ী
ও মা, রোনভ আবার এসে যায় দিদির চশমাতে হামলা চালাতে। এবার নবন্যাও চেপে ধরে ভাইকে। মুখে প্রশ্ন, ‘কেন করছ এরকম’। খুব সম্ভবত মোহনাই ভিডিয়োটি বানিয়েছেন। তবে দেখা যায়, ভাই কেঁদে উঠতেই ছেড়ে দেয় দিদি।
দেখুন-
২০০২ সালে বাংলা ছবি সাথীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন জিৎ। ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি পেশায় শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাতে বাঁধা পড়েন টলিউড অভিনেতা জিৎ। জানা যায়, বাড়ির থেকে পছন্দ করা মেয়েকেই বিয়ে করেন অভিনেতা। ততদিনে টলিউডে বেশ জাঁকিয়ে বসেছেন। ২০১২ সালে জিৎ ও মোহনার পরিবারে আসে তাঁদের মেয়ে নবন্যা। এরপর ২০২৩ সালের অক্টোবর মাসে জন্ম হয় রোনভের।
কাজের বাইরে বরাবরই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন জিৎ। ফিল্মি পার্টি, অ্যাওয়ার্ড শো-তে তাঁকে বা তাঁর পরিবারকে দেখা যায় না বললেই চলে। তাই তো সোশ্যল মিডিয়াতেও তাঁদের এক ঝলক পেলেই খুশি হয়ে যায় জিৎ-আর্মিরা। এবারেও যেমন নবন্যা আর রোনভের এই ভিডিয়োটা কেড়ে নিয়েছে সকলের মন।