ছোট পর্দা থেকেই উত্থান হয়েছিল তাঁর। একাধিক ধারাবাহিকে কাজ করার পর বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। একাধিক হিট দেওয়ার পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন জিতু কমল। দেখা মিলবে কোন ধারাবাহিকে?
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের পর এবার বাফতার দৌড়েও পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট! কটা বিভাগে মনোনয়ন পেল?
ছোট পর্দায় ফিরছেন জিতু কমল
সূত্রের খবর অনুযায়ী ছোট পর্দায় ফিরছেন জিতু কমল। তাঁকে দেখা যেতে চলেছে জি বাংলার আসন্ন মেগা তোমাকে ভালোবেসেতে। অর্থাৎ তিনি এই ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন দিতিপ্রিয়া রায়ের সঙ্গে।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। যদিও দেখা যায়নি নায়ককে। মাঝে শোনা গিয়েছিল হরগৌরী পাইস হোটেল খ্যাত শঙ্কর ওরফে রাহুল মজুমদারকে দেখা যায় এই সিরিয়ালে। কিন্তু তিনি সরতেই চর্চা শুরু হয়েছিল যে মুখ্য পুরুষ ভূমিকায় কে থাকবেন সেটা নিয়ে।
এই বিষয়ে বলে রাখা ভালো, জিতু এবং দিতিপ্রিয়া দুজনেই ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেত্রী তো শিশু শিল্পী হিসেবে কাজ করা শুরু করেন। এরপর তাঁরা ক্রমে সরে যান বড় পর্দা এবং ওয়েব মাধ্যমে। রানি মায়ের ইমেজ ভেঙে এদিকে দিতিপ্রিয়া উপহার দেন রাজনীতি, ডাকঘর, বোধন সহ একাধিক হিট সিরিজ। অন্যদিকে জিতু অপরাজিত, পদাতিকের মতো ছবিতে কাজ করেন। এবার তাঁরা দুজন আবারও সেখান থেকে ফিরছেন ছোট পর্দায়।
জিতু কমলের অন্যান্য কাজ
জিতু কমলকে দর্শকরা শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিটিতে দেখেছেন। আগামীতে তাঁকে আমি আমার মতো, বাবু সোনা, আপনজন ছবিতে দেখা যাবে। এসকে মুভিজের প্রযোজনায় আসছে এই তিনটি ছবি। তার মধ্যেই জানা গেল তাঁকে দর্শকরা আবারও ছোট পর্দায় দেখতে পাবেন। ফলে এই নতুন জুটির রসায়ন কতটা জমে, নতুন মেগা কতটা দর্শকদের মনে দাগ কাটতে পারে সেটাই এখন দেখার।
তোমাকে ভালোবেসে ধারাবাহিকের প্রোমো
যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায় তাঁর বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালাচ্ছেন। থুড়ি একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। আর বলছেন, 'হওয়ার থেকেও জোরে ছুটতে আমার দারুণ লাগে।' তাঁর চরিত্রের বন্ধু যখন তাঁকে বলে যে মাটিতে থেকে কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? জবাবে অভিনেত্রী বলেন, সেই জন্য পা মাটিতে থাকা উচিত। তাহলে যখন ইচ্ছে ছোটা যায়, আবার দরকার থামাও যায়। এমন সময় সেখানে থাকা এক বহুরূপী তাঁকে বলেন, যদি এই হেলিকপ্টারে করেই যদি তাঁর মনের মানুষ আসে তাহলে তাকে কী করে নামাবেন? যদিও এর জবাব দিতে পারেন না দিতিপ্রিয়া।