বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu-Nabanita: স্ত্রী-র সমর্থন না থাকলে…! ডিভোর্স, স্নেহালের সঙ্গে ‘প্রেমচর্চা’ নিয়ে ফের নবনীতাকে খোঁচা জিতুর?

Jeetu-Nabanita: স্ত্রী-র সমর্থন না থাকলে…! ডিভোর্স, স্নেহালের সঙ্গে ‘প্রেমচর্চা’ নিয়ে ফের নবনীতাকে খোঁচা জিতুর?

নবনীতা-স্নেহালকে নিয়ে চর্চা, জিতুর পোস্টে কীসের ইঙ্গিত?

জুনেই যখন বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা তখনই জানা গিয়েছিল সেপ্টেম্বরেই ডিভোর্সের কাগজ পেয়ে যাবেন হাতে। তবে জিতুর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট এসেই চলেছে তারপর থেকে। প্রশ্ন উঠছে, এই বিচ্ছেদে কি তাঁর মত ছিল না?

ডিভোর্সের দিনক্ষণ যত এগোচ্ছে ততই যেন নিজের বক্তব্য স্পষ্ট করার তাগিদ ফুটে উঠছে অভিনেতা জিতু কমলের মধ্যে। ২৯ জুন অভিনেত্রী নবনীতা দাস তাঁর আর জিতুর বিয়ে ভাঙার খবর দেন হঠাৎ করেই। তারপর থেকেই জিতুর স্টোরিতে বিয়ে, সম্পর্ক নিয়ে থাকছে একাধিক ইঙ্গিতবাহী পোস্ট। কখনও তা ওয়ালে আবার কখনও স্টোরিতে। প্রকাশ্যে যতই নবনীতার ব্যাপারে কথা বলা এড়িয়ে চলুন না কেন. অপরাজিত-অভিনেতার এই পোস্টগুলিই বুঝিয়ে কতটা মানসিক আঘাত তিনি পেয়েছেন।

এবার যেমন জিতুর ইনস্টা স্টোরিতে ফুটে উঠল ছোট্ট একটা ভিডিয়ো। দেখা গেল এক ব্যক্তি বউয়ের বিশ্বাস, ভালোবাসা ও সমর্থন পেয়ে পৌঁছে গিয়েছেন সাফল্যের চূড়ায়। সেখানেই আরেক ব্যক্তি সাফল্য থেকে অনেক দূরে। যার ঝুলিতে নেই ভালোবাসা, আদর, সমর্থনের মতো কিছুই। ওই ব্যক্তিটিকে ডিভোর্স দিতে চায় তার স্ত্রী।

যদিও প্রকাশ্যে একবারও কিন্তু নবনীতার নামে মুখ খোলেননি। বরং এক সংবাদমাধ্যমকে স্পষ্ট করে দিয়েছেন, ‘নবনীতা এখনও আমার স্ত্রী, ওর নামে একটাও বাজে কথা বলব না আমি।’ আবার নবনীতা ফেসবুকে ডিভোর্সের ঘোষণা করার পর জিতুর প্রতিক্রিয়া ছিল, ‘তোমায় আগেও সামলেছি বাচ্চা বউ, ভবিষ্যতেও সামলাব।’

<p>জিতুর ইনস্টা স্টোরি। </p>

জিতুর ইনস্টা স্টোরি। 

এদিকে জিতুর ‘বাচ্চা বউ’ নতুন করে প্রেমে পড়েছেন এই খবর গমগম করছে আজকাল টলিপাড়ার অন্দরে। শহর কলকাতা ছাড়িয়ে সেই গোয়া-তে গিয়েও কাটিয়ে এসেছেন ছুটি। নবনীতার ‘নতুন বন্ধু’র নাম স্নেহাল অধিকারি। নবনীতা আর স্নেহালের সম্পর্ক নিয়ে চর্চা একটা চলছিলই, কিন্তু দিনকয়েক আগে দুজনে একই হোটেলের বারান্দা থেকে আলাদা আলাদা ছবি নিজেদের ইনস্টা প্রোফাইলে দেওয়ার পর থেকেই ব্যাপারটা আরও জোরালো হয়। গোয়ার সেন্ট রেগিস হোটেল রুমের বারান্দা থেকে দুজনেই কীভাবে ছবি দিলেন তাও প্রায় একই সময়ে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আরও পড়ুন: জিতুর জন্মদিন,চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়ায় সময় কাটাচ্ছেন নবনীতা? জোরালো পরকীয়ার অভিযোগ

নবনীতা আর স্নেহালকে নিয়ে প্রশ্ন করা হলে জিতুর জবাব ছিল, ‘একজন পরিণত মানুষ নিজে ঠিক করবেন তিনি কখন কী করবেন। কোনটা করা যায়, সেটা অবশ্যই দেখার ব্যাপার আছে। তবে এই নিয়ে আমার কিছু ভাবনা নেই।’ ওদিকে নবনীতার দাবি স্নেহাল তাঁর ‘নতুন বন্ধু’। আর সেই বন্ধুর সঙ্গে কেন তাঁর নাম জড়িয়ে এত চর্চা চলছে তা তাঁর কাছেএ স্পষ্ট নয়।

‘অর্ধাঙ্গিনী’র সেটে শুরু হয়েছিল জিতু আর নবনীতার প্রেমের। এরপর ২০১৯ সালের নভেম্বর মাসে বাঁধা পড়েন সাত পাকে। তবে বিয়ের বয়স ৪ গড়াতে না গড়াতেই ভাঙতে বসেছে অদৃষ্টের লেখনীতে।

 

বন্ধ করুন