বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu-Nabanita-Snehel: নবনীতা-স্নেহালের প্রেমের খবর জিতু জানতেন? লিখলেন, ‘খাঁটি মানুষেরা ছেড়ে যায় না’

Jeetu-Nabanita-Snehel: নবনীতা-স্নেহালের প্রেমের খবর জিতু জানতেন? লিখলেন, ‘খাঁটি মানুষেরা ছেড়ে যায় না’

নবনীতা-স্নেহালের প্রেমচর্চায় মুখ খুললেন জিতু?

জিতু আর নবনীতাই এখন টলিউডের হট টপিক। অপরাজিত-নায়কের কাজ নিয়ে নয়, বরং চর্চায় থাকে সোশ্যাল মিডিয়ায় তিনি কী স্টেটাস দিচ্ছেন তা নিয়ে। প্রকাশ্যে ডিভোর্স নিয়ে মুখ না খুললেও, ইঙ্গিতে আজকাল অনেক কথাই বলে যান জিতু। 

একসময় পাওয়ার কাপল হিসেবেই দেখা হত জিতু কমল আর নবনীতা দাসকে। তবে জুন মাসে সে ভুল ভাঙেন অভিনেত্রী। হঠাৎ এসে ফেসবুকে জানিয়ে দেন বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি আর জিতু। কোনও পূর্ব পরিকল্পিত ঘোষণা নয়, বরং জিতুকে না জানিয়েই বিচ্ছেদের কথা ঘোষণা করে দেন নবনীতা। তবে এখন চর্চা অভিনেত্রীর নতুন প্রেম জীবন নিয়ে। শহরের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম জমেছে বলেই খবর। এমনকী আজকাল দুজনে একসঙ্গে ছুটি কাটাতে চলে যাচ্ছেন কলকাতার বাইরেও। 

প্রকাশ্যে কিন্তু ডিভোর্স নিয়ে মন্তব্য করা বারবার এড়িয়ে চলেছেন জিতু। তবে ইনস্টা স্টোরিতে এমন কিছু লিখে যাচ্ছেন, যার ইঙ্গিত থাকছে সেই ডিভোর্সের দিকেই। 

টলিপাড়ার ভিতরের খবর স্নেহাল অধিকারীর সঙ্গে প্রেম করছেন নবনীতা। যদিও মুখে বলছেন স্নেহাল তাঁর ‘নতুন বন্ধু’। কেন এরকম খবর রটছে নিজেও নাকি জানেন না! তবে কথাতেই আছে, প্রেম চাপা থাকে না। তাই তো গোয়ার হোটেলের একই ব্যালকনি থেকে দুজনের ছবি (যদিও আলাদা আলাদা, শুধু ব্যাকগ্রাউন্ড এক) দিনকয়েক আগেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। 

শনিবার সোশ্যাল মিডিয়ায় জিতু এমন কিছু স্টেটাস দিলেন যেখানে সেই ‘ছেড়ে যাওযার’ কথাই। লিখলেন, ‘খাঁটি মানুষরা তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তা সে পরিস্থিতি যেমনই হোক না কেন।’ এরপর আবার সেখানে লেখা ‘বোকা’! যা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন, নিজের ‘বাচ্চা বউ’কেই বোকা বললেন নাকি তিনি?

কারণ দিনকয়েক আগেই স্নেহাল আর নবনীতার প্রেমচর্চায় মুখ খুলে জিতু এক সংবাদমাধ্যমকে জবাব দিয়েছিলেন, ‘আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছন। আমি পরিণত হয়ে সেই ভুল করতে পারি না। এখন ও নিজের ভুলটা বুঝতে পারে।’

প্রসঙ্গত, ২৯ জুন ফেসবুকে ফলাও করে ডিভোর্সের ঘোষণা করেছিলেন নবনীতা। লিখেছিলেন, ‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থাকো জিতু কমল।’ সেই সময় জবাবে জিতু লিখেছিলেন, ‘তোমায় আগেও আগলেছি বাচ্চা বউ, ভবিষ্যতেও আগলাব’। 

‘অর্ধাঙ্গিনী’র সেটে শুরু হয়েছিল এই প্রেমের। এরপর ২০১৯ সালের নভেম্বর মাসে বাঁধা পড়েন সাত পাকে। তবে রূপকথার সে বিয়ে টিকল না বছর চারেকও। 

 

বন্ধ করুন