ফিরছে নস্টালজিয়া। আরও একবার পর্দায় ফুটে উঠবে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। দশকের স্মৃতিকাতরতা উস্কে দেবে তাদের পালামৌ অভিযান।
১৯৭০ সাল। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি'র আধারে একই নামে ছবি তৈরি করেন সত্যজিৎ রায়। সেই উপন্যাসকে ভিত করে আবার ছবি তৈরি হচ্ছে। সুনীলের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ঘোষণা প্রমোদ ফিল্মসের।
ছবিটি পরিচালনার দায়িত্বে অরুণ রায়। গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন জিতু কমল, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার, অনুষ্কা চক্রবর্তী প্রমুখ।
'অপরাজিত'য় জিতুর অভিনয়ে মুগ্ধ দর্শক। এ বার সত্যজিতের 'অরণ্যের দিনরাত্রি'র পুনর্নির্মাণে অভিনয়ের সুযোগ। সত্যজিৎ কি তবে জিতুর জীবনের অংশ গেলেন? খানিক হেসে অভিনেতার উত্তর, 'আমরা এমন একটা পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে আছি যেখানে খারাপ জিনিসটা বেশি রপ্ত করা হচ্ছে, ভালো জিনিসটা রপ্ত করার সুযোগই হচ্ছে না। সেখানে সত্যজিৎ বাবুর মতো একজন পণ্ডিত মানুষের কাজ নিয়ে যদি আমরা চর্চা করতে পারি তবে তা আমাদের জন্যও ভালো। দর্শকের জন্যও ভালো।'
(আরও পড়ুন: সত্যজিতের পর জিতু হবেন তিতুমীর, ছবির বাজেট প্রায় ৫ কোটি)
জিতুর মতে, তাঁদের ছবির সঙ্গে সত্যজিতের ছবির বিশেষ মিল থাকবে না। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, 'সুনীলবাবু যা লিখে গিয়েছেন, আমরা আমাদের ছবিতে হুবহু তাই দেখাব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরো বিষয়টিকে তুলে ধরা হবে।'
জিতুকে এই ছবিতে দেখা যাবে অসীমের চরিত্রে। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্যুট। তার আগে চলবে প্রস্তুতি পর্ব। আপাতত তারই দিন গুনছেন অভিনেতা। তাঁর কথায়, 'এই ছবিতে যাঁরা অভিনয় করছেন, তাঁরা প্রায় প্রত্যেকেই থিয়েটারের সঙ্গে জড়িত। আমি নিজেও তাই। থিয়েটারে যেমন শতরঞ্চি পেতে সবাই মিলে গোল করে ওয়ার্কশপ হয়, আমি তেমনই একটা কিছুর অপেক্ষা করছি।'