বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeetu Kamal: পর্দায় ফিরছে সুনীলের 'অরণ্যের দিনরাত্রি', কোন চরিত্রে দেখা যাবে জিতুকে?

Jeetu Kamal: পর্দায় ফিরছে সুনীলের 'অরণ্যের দিনরাত্রি', কোন চরিত্রে দেখা যাবে জিতুকে?

‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে কথা বললেন জিতু।

'অপরাজিত'য় জিতুর অভিনয়ে মুগ্ধ দর্শক। এ বার সত্যজিতের 'অরণ্যের দিনরাত্রি'র পুনর্নির্মাণে অভিনয়ের সুযোগ।

ফিরছে নস্টালজিয়া। আরও একবার পর্দায় ফুটে উঠবে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। দশকের স্মৃতিকাতরতা উস্কে দেবে তাদের পালামৌ অভিযান।

১৯৭০ সাল। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি'র আধারে একই নামে ছবি তৈরি করেন সত্যজিৎ রায়। সেই উপন্যাসকে ভিত করে আবার ছবি তৈরি হচ্ছে। সুনীলের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ঘোষণা প্রমোদ ফিল্মসের।

ছবিটি পরিচালনার দায়িত্বে অরুণ রায়। গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন জিতু কমল, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার, অনুষ্কা চক্রবর্তী প্রমুখ।

'অপরাজিত'য় জিতুর অভিনয়ে মুগ্ধ দর্শক। এ বার সত্যজিতের 'অরণ্যের দিনরাত্রি'র পুনর্নির্মাণে অভিনয়ের সুযোগ। সত্যজিৎ কি তবে জিতুর জীবনের অংশ গেলেন? খানিক হেসে অভিনেতার উত্তর, 'আমরা এমন একটা পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে আছি যেখানে খারাপ জিনিসটা বেশি রপ্ত করা হচ্ছে, ভালো জিনিসটা রপ্ত করার সুযোগই হচ্ছে না। সেখানে সত্যজিৎ বাবুর মতো একজন পণ্ডিত মানুষের কাজ নিয়ে যদি আমরা চর্চা করতে পারি তবে তা আমাদের জন্যও ভালো। দর্শকের জন্যও ভালো।'

(আরও পড়ুন: সত্যজিতের পর জিতু হবেন তিতুমীর, ছবির বাজেট প্রায় ৫ কোটি)

জিতুর মতে, তাঁদের ছবির সঙ্গে সত্যজিতের ছবির বিশেষ মিল থাকবে না। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, 'সুনীলবাবু যা লিখে গিয়েছেন, আমরা আমাদের ছবিতে হুবহু তাই দেখাব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরো বিষয়টিকে তুলে ধরা হবে।'

 জিতুকে এই ছবিতে দেখা যাবে অসীমের চরিত্রে। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্যুট। তার আগে চলবে প্রস্তুতি পর্ব। আপাতত তারই দিন গুনছেন অভিনেতা। তাঁর কথায়, 'এই ছবিতে যাঁরা অভিনয় করছেন, তাঁরা প্রায় প্রত্যেকেই থিয়েটারের সঙ্গে জড়িত। আমি নিজেও তাই। থিয়েটারে যেমন শতরঞ্চি পেতে সবাই মিলে গোল করে ওয়ার্কশপ হয়, আমি তেমনই একটা কিছুর অপেক্ষা করছি।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.