চলতি সপ্তাহের টিআরপি তালিকা সকলকেই অবাক করে দিয়েছে। বহু সময় পর টিআরপি তালিকার সেরা পাঁচ থেকে বেরিয়ে গিয়েছে পরশুরাম। আর প্রথমবার টপার হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়।
টিআরপি টপার হওয়ার পর জিতুর ফেসবুক পোস্ট কেড়েছে সকলের নজর। জিতু লেখেন, ‘সফলতা কখনোই আমাকে উত্তেজিত করে না। ব্যর্থতা/কুৎসা আমাকে ভেঙ্গে ফেলতেও পারে নি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী।চিরস্থায়ী হল, সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে।’
এখানে বলে রাখা ভালো, কদিন আগে জিতুর নামে ওঠে একগুচ্ছ অভিযোগ। যা তুলেছিলেন সহকর্মী, ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়াই। দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় জানান, জীতু তাঁকে এমন অনেক বার্তা পাঠিয়েছে, যা তাঁকে অস্বস্তিতে ফেলেছে। এমনকী ডাক্তার দেখাতে যাবেন শুনে জীতু মস্করা করে দিতিপ্রিয়াকে লিখেছিলেন, 'তুমি কি প্রেগন্যান্ট?' AI দিয়ে বানানো দুজনের কিসিং ভিডিয়োও পাঠিয়েছিলেন। পরে অবশ্য প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় দুজনে সবটা মিটমাট করে নেন।
জিতুর এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আন্তরিক অভিনন্দন জানাই তোমাকে সিরিয়ালের জন্য।আমরা জানি জীতু সফলতা তোমাকে উত্তেজিত করে না, ব্যর্থতা তোমাকে ভেঙে ফেলতে পারে না।ইমোশনাল সিমপ্যাথি পাবার জন্য তুমি কিছু করো না।স্তাবকের দলকে তুমি পছন্দ করো না।তবুও বলব এই সফলতার খুব দরকার ছিল, তোমাদের গোটা টিমের জন্য ভালোবাসা’।
আরেকজন লেখেন, ‘খুব আনন্দ হচ্ছে আজ... এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। বেঙ্গল টপার হওয়ার জন্য পুরো চিরদিনই তুমি যে আমার টিম-এর অবদান নিশ্চয়ই আছে। কিন্তু আমার বলতে বাধা নেই তোমার জন্যই আজ এই সম্মান এসেছে। বাকিদের অবদান অস্বীকার না করেই বলছি তুমি তোমার অভিনয়ের দক্ষতা দিয়ে আজ এই আর্য চরিত্রটাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছ, সেটা আর কারোর পক্ষে সম্ভব হত না। ভালো থেকো।’
প্রসঙ্গত, প্রথমস্থানে এবার রয়েছে চিরদিনই তুমি যে আমার, আর দ্বিতীয় স্থানে পরিণীতা, তৃতীয় স্থনে জগদ্ধাত্রী এবং চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ফুলকি ও রাঙামতি তীরন্দাজ।