বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন আমেরিকান অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন! সম্প্রতি এমনি একটি পোস্ট দারুণ ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হয়েছে অভিনেত্রীর এক ঘনিষ্ট বন্ধু নাকি এই সম্পর্কের কথা জানিয়েছেন।
আরও পড়ুন : বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
কী ঘটেছে?
এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা জেনিফার অ্যানিস্টনের বন্ধু সবাইকে জানাচ্ছেন যে তিনি এই আমেরিকান অভিনেত্রীর খুবই কাছের, ঘনিষ্ট। তিনি জানেন যে জেনিফার বারাক ওবামার সঙ্গে সম্পর্কে ছিলেন।
আরও পড়ুন : ‘ছুরিকাঘাত করে ১১ তলার সিঁড়ি-গেট পার হল, কেউ আটকাল না?’, সইফের হামলার গল্প ‘বিশ্বাসযোগ্য নয়’, দাবি তসলিমার
সেই মহিলার কথায়, 'উনি ( বারাক ওবামা ) জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আছেন। আমার ম্যানেজার এবং এক বন্ধু ওঁর (জেনিফার অ্যানিস্টন) ঘনিষ্ট বন্ধু হন। জেনিফার একবার বন্ধুদের সঙ্গে একটি আড্ডায় তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন জেনিফার। কিন্তু যা ঘটেছে সবই ঘনিষ্ট বন্ধুদের মধ্যেই। '
সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে এই বার্তাটি নাকি জেনিফার অ্যানিস্টনের একটা বন্ধুর যেটা সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গিয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে উসকে গিয়েছে বারাক ওবামা এবং মিশেল ওবামার বিবাহ বিচ্ছেদের জল্পনা। জিমি কার্টারের শেষকৃত্যে তাঁদের দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ার পরই উসকে যায় এই বিতর্ক । এমনকি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি তাঁকে। এরই মাঝে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। কিন্তু কোনটা সত্যি, আর কোনটা কেবলই জল্পনা উত্তর সময় দেবে।