হলিউড তারকা জেনিফার অ্যানিস্টনকে কে না চেনেন! রবিবার ম্যানহাটনে জেনিফার তাঁর চর্চিত সিরিজ 'দ্য মর্নিং শো'র শুটিংয়ে গিয়েছিলেন, আর সেখানেই এক কাণ্ড ঘটে। অভিনেত্রীর গায়ে এটা কী ছিটিয়ে দিলেন বিক্ষোভকারীরা! আর কেনই বা এটা ঘটল? বেজায় চটলেন জেনিফার অ্যানিস্টন।
ঠিক কী ঘটেছে?
রবিবার ম্যানহাটনে জেনিফার অ্যানিস্টন যখন শ্যুটিং করতে গিয়েছিলেন, তখন তাঁকে ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ‘জেনিফারের দ্য মর্নিং শো মহামারী, ইউক্রেন যুদ্ধ, এমনকি J6 দাঙ্গা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য দিয়েছে।’ আর সে কারণেই বেজায় বিরক্ত কিছু মানুষ শোয়ের শ্য়ুটিংয়ের সময় জেনিফারের দিকে আঠালো, আলকাতরার মতো দেখতে কোনও এক পদার্থ ছিটিয়ে দেয়। যেটা জেনিফারের দামি সাদা শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার নষ্ট করে দেয়। যে কারণে বেজায় চটে যান হলিউড তারকা।
এদিন ‘ফ্রেন্ডস’ তারকা এমন এক দৃশ্যের শ্যুট করছিলেন যেখানে তাঁর চরিত্রের নাম ছিল অ্যালেক্স লেভি।
মর্নিং শো একটা কাল্পনিক সকালে সংবাদ প্রোগ্রামের পর্দার পিছনের জগতকে সেট করা হয়েছে। যেখানে দুই প্রতিদ্বন্দ্বী অ্যাঙ্কর অ্যালেক্স এবং ব্র্যাডলি (উইদারস্পুন) রয়েছেন। তাঁরা প্রায়শই মহামারীও রাশিয়া-ইউক্রেন সংঘাতের মতো সময়োপযোগী বিষয়গুলি কথা বলেন।
গত সপ্তাহেই নিজের এই শোতে অ্যানিস্টন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যানসের উপর তীব্র আক্রমণ শুরু করেছিলেন। ২০২১ সালের পুরনো এক সাক্ষাৎকারে ভিপি কমলা হ্যারিস ভ্যানসের মন্তব্য সম্পর্কে ভাইরাল হয়। যেখানে তিনি বর্তমান ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস সহ আরও বেশ কয়েকজনকে ‘শিশুবিহীন মানুষ’ হিসাবে উল্লেখ করেন।
ডেডলাইন অনুসারে, তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ‘একদল নিঃসন্তান বিড়াল মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে। যাঁরা তাঁদের নিজের জীবন নিজেদের পছন্দের কারণেই দুর্দশাগ্রস্ত করে তুলেছে। আর এবার তাঁরা দেশের বাকি অংশকেও দুর্বিষহ করে তুলতে চায়। অ্যানিস্টনের এই মন্তব্যগুলি কারণে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'আমি শুধু এটুকুই বলতে পারি... মিঃ ভ্যান্স, আমি প্রার্থনা করি যে আপনার মেয়ে একদিন তাঁর নিজের সন্তান জন্ম দেওয়ার মতো ভাগ্যবান হবে।'
রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সময় ট্রাম্প ভ্যানসকে তাঁর রানিং মেট হিসেবে ঘোষণা করেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান এবং তার ডেপুটি কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়ন করেন।