সদ্যই জন্মদিন গেল অভিনেত্রী জ্যাসমিন রায়ের। আর সেদিনই তাঁর ঘরোয়া বার্থডে পার্টির একাধিক ছবি পোস্ট করে একটি ইঙ্গিতবহ পোস্ট লিখলেন অভিনেত্রী। প্রসঙ্গত সদ্যই তাঁর এবং রাজদীপ গুপ্তর সম্পর্ক ভেঙেছে। তবে কি এই পোস্টের মাধ্যমে তিনি সেদিকেই ইঙ্গিত করলেন?
কী লিখেছেন জ্যাসমিন রায়?
এদিন জ্যাসমিন রায় তাঁর জন্মদিনের কেকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। মধ্যরাতে তাঁকে কালো টিশার্ট এবং শর্টস পরে কেক কাটতে দেখা যাচ্ছে। মুখে লেগে রয়েছে চওড়া হাসি। তাঁর সঙ্গে তাঁর এক বান্ধবীকেও দেখা যাচ্ছে ছবিতে। বাদ যায়নি তবে পোষ্যও। আরেকটি ছবিতে দুটো রেড ওয়াইনের গ্লাস দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে জগন্নাথ দেবের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে জ্যাসমিন রায়কে।
এই ছবিগুলো পোস্ট করে জ্যাসমিন রায় লেখেন, 'কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারাটাই আমি আমার জন্মদিনের সবথেকে বড় উপহার হিসেবে পেয়েছি। ধন্যবাদ ইউনিভার্স। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।' অনেকেই ভাবছেন তিনি কি তবে এই পোস্টটি রাজদীপের সঙ্গে বিচ্ছেদকে ইঙ্গিত করেই লিখেছেন তিনি। যদিও উত্তর স্পষ্ট নয়।
মাঝে তাঁদের সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যাচ্ছিল। বর্তমানে সে সব ছবি তাঁরা ডিলিট করে দিয়েছেন। এমনকি একে অন্যকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে।
প্রসঙ্গত এদিন জ্যাসমিন রায়কে তাঁর অনুরাগীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে এর আগে ত্রিনয়নী , মায়ার বাঁধন , দ্বিতীয় বসন্ত , গাঁটছড়া , ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।