বাংলা নিউজ > বায়োস্কোপ > Jhalak Dikhlaa Jaa 10: ২০ বছরে এতটুকু ফিকে হয়নি মাধুরী ম্যাজিক! ঝলকের মঞ্চে ‘ডোলা রে'তে জমিয়ে নাচ নায়িকার

Jhalak Dikhlaa Jaa 10: ২০ বছরে এতটুকু ফিকে হয়নি মাধুরী ম্যাজিক! ঝলকের মঞ্চে ‘ডোলা রে'তে জমিয়ে নাচ নায়িকার

মাধুরী ম্যাজিক

Jhalak Dikhlaa Jaa 10: প্রতিযোগী অম্রুতার সঙ্গে ‘ডোলা রে’ গানে কোমর দোলালেন মাধুরী। ৫৫ ছুঁইছুঁই নায়িকার ডান্স মুভস দেখে অবাক হতে বাধ্য আপনি! 

তাঁর প্রাণখোলা হাসিতে আজও ক্রাশ খায় আসমুদ্র হিমাচল। ৫৪-র গণ্ডি পার করেও তাঁর রূপের জাদুতে আজও মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। কথা হচ্ছে, বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতের। আপতত সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো ঝলক দিখলাজা-র বিচারক হিসাবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

অনুষ্ঠানের আসন্ন এপিসোডে ঝলকের মঞ্চে দু-দশক পুরোনো ম্যাজিক রি-ক্রিয়েট করবেন মাধুরী। দেবদাস ছবির ‘ডোলা রে’ গানে পা মিলিয়েছিলেন ঐশ্বর্য-মাধুরী। দুই সুন্দরীর রূপের জাদু আর নাচের দক্ষতা দেখে হাঁ হয়ে গিয়েছিল সিনেপ্রেমীরা। ঝলকের মঞ্চে মাধুরী বুঝিয়ে দিলেন ‘পার্বতী’র বয়স বাড়লেও তাঁর নাচের মাধুর্য ফিকে হয়নি একবিন্দু। ঝলকের প্রতিযোগী, অভিনেত্রী অম্রুতা খানভিলকার নিজের কোরিওগ্রাফারের সঙ্গে মাধুরী-ঐশ্বর্যর কালজয়ী নাচকে তুলে ধরবেন মঞ্চে। এই পারফরম্যান্স শেষে নিজেকে আটকে রাখতে পারেননি মাধুরী। মঞ্চে এসে নিজেও নাচের তালে পা মেলালেন।

আরও পড়ুন- Priya Paul: বিগ বস খ্যাত অভিনেত্রী এবার জি বাংলার পর্দায়, জগদ্ধাত্রীতে নতুন চমক!

এদিন মাধুরীর নাচ দেখে মন্ত্রমুগ্ধ সকলে। অপর বিচারক করণ জোহর তো বলেই ফেললেন- ‘এখনও পর্যন্ত ঝলকের সেরা মুহূর্ত’। নোরা ফতেহি-তো বাকরুদ্ধ মাধুরীর নাচ দেখে। এই এপিসোডে অপর অতিথি বিচারক হিসাবে হাজির থাকতে চলেছেন রোহিত শেট্টি।

এদিন লাল-সাদা শাড়িতে দুর্দান্ত লাগল অম্রুতাকে। চলতি সিজনে ঝলকের মঞ্চের অন্যতম দুর্দান্ত নৃত্যশিল্পী এই মরাঠি অভিনেত্রী। জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘নবরঙ্গ’-এর ‘অপ্সরা আলি’ গানে অম্রুতার লাবণী নাচ মনে গেঁথে রয়েছে। মাধুরী-ঐশ্বর্যর গানের সঙ্গে সুবিচার করবেন তিনি, আশা সকলের।

প্রসঙ্গত, খুব শীঘ্রই মাধুরীকে দেখা যাবে 'মাজা মা' ছবিতে। ছবিতে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন বলিউডের ধক ধক গার্ল। নেটফ্লিক্স সিরিজ 'দ্য ফেম গেম'-এর পর এই ছবিটি মাধুরীর দ্বিতীয় ওটিটি রিলিজ। আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিতে মাধুরী দীক্ষিত ছাড়াও এতে রয়েছেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রজিত কাপুর, শিবা চাড্ডা, সিমোন সিং, মালহার ঠাকুর এবং নিনাদ কামাত।

বন্ধ করুন