অঞ্জন দত্তের 'মার্ডার বাই দ্য সি'-র সঙ্গে গরু পাচারের সম্পর্ক কী? কখনও ভেবে দেখেছেন? সম্প্রতি এক ভিডিয়োয় এই প্রশ্নই তুলে দিয়েছেন ঝিলম গুপ্ত
গত অগস্টে মুক্তিপ্রাপ্ত সেই সিরিজের 'রিভিউ' দিয়েছেন ঝিলম। সেখানেই নির্দিষ্ট একটি দৃশ্য নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে গরু পাচার তত্ত্বের অবতারণা করেছেন বাংলার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। যা দেখেছেন, তা-ই নিজের মতো করে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, সেই দৃশ্যে অর্পিতা সেনের গাড়িকে (অনন্যা চট্টোপাধ্যায়) একটি সাদা রঙের ইনোভা গাড়ি ধাওয়া করে। ঝিলমের কথায়, 'অর্পিতা সেনের গাড়ি থেকে যখন পিছনের গাড়িটিকে দেখানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেটির সামনে একটি চকোলেট কালারের গরু হেঁটে হেঁটে আসছে।'
এই পর্যন্ত কোনও অসুবিধা ছিল না। কিন্তু তার পর যা হল, কিছুতেই তার কূলকিনারা করে উঠতে পারলেন না ঝিলম। তাঁর কথায়, 'তার পরের দৃশ্যে অর্পিতা সেন আবার তার সঙ্গীকে বলছে, 'দেখো দেখো, সাদা গাড়িটা স্পিড বাড়িয়ে আমাদের পিছনে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার তখনও ওই সাদা গাড়িটার সামনে চকোলেট কালারের গরুটা হাঁটছে।'
এর পরেই ঝিলম প্রশ্ন তোলেন, 'তা হলে এ ক্ষেত্রে কার গতি বেশি? গরুর না সাদা ইনোভার? মানে একটা গরু যদি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে লেজ উঠিয়ে ছুটতে থাকলেও সে সাদা ইনোভার আগে ছুটতে পারবে না!'
এখানেই শেষ নয়। ঝিলম জানান, সিরিজে যখন সেই একই দৃশ্যের ফ্ল্যাশব্যাক দেখানো হয় তখন আর সেখানে সেই গরুটিকে দেখা যায়নি। এর পর রসিকতার সুরে তিনি বলেন, 'আর সেখানেই আমার মনে হয় মার্ডার মিস্ট্রির সব থেকে বড় মিস্ট্রিটা লুকিয়ে আছে। আমি তীব্র ভাবে এখানে গরু পাচারের আভাস পাচ্ছি।'
অঞ্জন দত্ত পরিচালিত এই সিরিজের গল্প থেকে সকলের অভিনয়— প্রায় ন'মিনিট দীর্ঘ এই ভিডিয়োয় সবটা নিয়েই কথা বললেন ঝিলম।