বাংলা নিউজ > বায়োস্কোপ > ঝুলন গোস্বামীর বায়োপিক: ইডেনে শ্যুটিং সারলেন অনুষ্কা শর্মা, হাজির ঝুলনও

ঝুলন গোস্বামীর বায়োপিক: ইডেনে শ্যুটিং সারলেন অনুষ্কা শর্মা, হাজির ঝুলনও

রিয়েল-রিল: ইডেনে ঝুলক গোস্বামীর বায়োপিকের শ্যুটিংয়ে অনুষ্কা ও ঝুলন (পিটিআই)

শনিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ইডেনে হাজির হন অনুষ্কা। রাতভর চলল ঝুলনের বায়োপিকের শ্যুটিং।
  • অনুষ্কাকে ঝুলন হয়ে ওঠতে সবরকম সাহায্য করছেন ঝুলন নিজে, এদিন ইডেনে দেখা মিলল এই প্রাক্তন ক্রিকেট তারকারাও।
  • শনিবার মধ্যরাতে এই বিরল দৃশ্যের সাক্ষী হল তিলোত্তমা। ইন্ডিয়ান টিমের জার্সি গায়ে দিয়ে ক্রিকেটের নন্দনকাননে পা রাখলেন বিরাট ঘরনি। এর আগেও বহুবার ইডেনে এসেছেন অনুষ্কা শর্মা। তবে শনিবার তাঁর ইডেনে আসাটা একদম ভিন্ন কারণে। এদিন তিনি ইডেনে হাজির ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি হিসাবে নয়, তিনি হাজির অভিনেত্রী হিসাবে-তাঁর আসন্ন ছবির শ্যুটিংয়ের কাজে।

    শুক্রবার রাতেই সামনে আসে অবশেষে শুরু হচ্ছে ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ। সেই ভূমিকায় অভিনয় করবেন অনুষ্কা শর্মা। প্রসঙ্গত ২০১৭ সালে ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলনের বায়োপিকের কথা প্রথম জানিয়েছিলেন সুশান্ত ঘোষ। তখন সেই প্রোজেক্টের নাম ঠিক হয়েছিল ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলনের চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল বাণী কাপুর, কথা হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও।

    এরপর প্রযোজক সংস্থা সোনি পিকচার্স ইন্ডিয়া ২০১৮-র মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এই ছবির। তবে প্রযোজক সংস্থার সঙ্গে মতপার্থক্যের জেরে মাঝপথেই প্রোজেক্ট থেকে বেরিয়ে আসেন সুশান্ত ঘোষ। তারপর থেকে ঝুলেই ছিল এই প্রোজেক্ট। অবশেষে কাজ শুরু হল ঝুলনের বায়োপিকের।

    শনিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ইডেন গার্ডেনে পৌঁছান অনুষ্কা। শ্যুটিংয়ের প্রস্তুতি অবশ্য দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল। রাত ন'টা নাগাদ ইডেনের ময়দানে নামেই অনুষ্কা। অনুষ্কাকে ঝুলন হয়ে ওঠতে সবরকম সাহায্য করতেই সেখানে হাজির ছিলেন ঝুলনও।



    শ্যুটিংয়ের ফাঁসে অনুষ্কা ও ঝুলন (পিটিআই)
    শ্যুটিংয়ের ফাঁসে অনুষ্কা ও ঝুলন (পিটিআই)

    ঝুলনের বোলিং অ্যাকশন, শরীরি ভাষা রপ্ত করার অভ্যাস নাকি গত কয়েক মাস ধরেই শুরু করে দিয়েছেন অনুষ্কা।





    রবিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে শর্মিলা ঠাকুরের সঙ্গে অনুষ্কা শর্মা (সৌজন্যে-ফেসবুক)
    রবিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে শর্মিলা ঠাকুরের সঙ্গে অনুষ্কা শর্মা (সৌজন্যে-ফেসবুক)

    ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন ঝুলন। এই দীর্ঘদেহী পেসার তাঁর ক্রিকেট জীবনে যা কৃতিত্ব স্থাপন করেছেন তা সত্যিই অনন্য। ভারত ক্রিকেট পাগল দেশ। তবুও মহিলা ক্রিকেট ও ক্রিকেটাররা এখানে বরাবরই উপেক্ষিত। তাই কাঙ্ক্ষিত জনপ্রিয়তা কোনওদিনই মেলেনি ঝুলন, মিতালি রাজদের। তবে সময় পাল্টাচ্ছে। ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে ভারত অধিনায়কের বায়োপিকের ঘোষণা সেরেছেন অভিনেত্রী তাপসী পান্নু। মিতালির ভূমিকায় রূপোলি পর্দায় দেখা মিলবে তাপসীর। এবার শুরু হল ঝুলনের বায়োপিকের শ্যুটিং। বাকিটা ক্রমশ প্রকাশ্য। কারণ এখনই এই নিয়ে স্পিকটি নট অনুষ্কা-ঝুলনরা।


    বায়োস্কোপ খবর

    Latest News

    RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.