বিগত কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় চারদিক। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি দম্পতির কেউই। তবে খবর, অভিনেতা নাকি নিজেরই আপ্ত সহায়কের সঙ্গে প্রেম করছেন। আরও স্পষ্ট করে বললে লিভ ইন করছেন মুম্বইয়ে। এমনকী, এই বিচ্ছেদের কারণে আত্মহত্যা করার চেষ্টাও করেন নীলাঞ্জনা।
ইতিমধ্যেই যিশুর দুই কন্যে সারা ও জারা সেনগুপ্তর সোশ্যাল মিডিয়া পোস্ট বুঝিয়ে দিয়েছে তাঁরা তাঁদের মায়ের পাশেই ঢাল হয়ে রয়েছেন। সারা এখন ১৯ বছরের, জারা পেরোয়নি ১৮-র গণ্ডি, মাত্র ১২ বছরের। এরই আগে মা-কে ‘সবচেয়ে শক্তিশালী মহিলা’ লিখে পোস্ট করেছিলেন সারা। বাবাকে ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দিয়েছেন। জারা-ও কদিন আগে তাঁদের মা-কে শুভেচ্ছাবার্তা জানিয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল ৬০০ পর্ব পার করে ফেলাতে। মায়ের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে জারা লেখে, ‘স্ট্রংগেস্ট পার্সন যাঁকে আমি চিনি…'।
আরও পড়ুন: প্রয়াত ফারহা-সাজিদ খানের মা মেনকা! ৩ নাতি-নাতনিকে রেখে চলে গেলেন না ফেরার দেশে
তবে শত খারাপের মাঝেও নিজেকে ভালো রাখতে চাইছেন যে নীলাঞ্জনার দুই কন্যে, তা তাঁদের পোস্ট থেকেই স্পষ্ট। শুক্রবার বেশ কিছু ছবি শেয়ার করেন ‘উমা’। যার মধ্যে একটি, গালে হাত দিয়ে তোলা সেলফি, সেটি তোলা হয়েছে বেডরুমেই। একটি ছবিতে দেখা গেল মুখোরোচক খাবার পটেটো ওয়েজেস ও স্যান্ডুইচ, একটি জাপানিজ কার্টুনের একটু ঝলক। নিজের আরও দুটো সেলফি দিয়েছেন সারা। যদিও ক্যাপশনে কিচ্ছু লেখেননি যিশু-কন্যা।
আরও পড়ুন: বউয়ের ধূমপান-মদ্যপানে বিরক্ত, ১২ বছরে নেননি সন্তান, কী করে আলাপ ঋষি কৌশিক ও দেবযানীর
সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন। মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবি। এখন তিনি শুধুই নীলাঞ্জনা। পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবিও ডিলিট করেছেন তিনি। শোনা যায়, কদিন আগে খাদানের শ্যুটিংয়ে কলকাতায় এলেও লেক গার্ডেন্সের বাড়িতে থাকেননি যিশু।
আরও পড়ুন: ঐশ্বর্যকে ডিভোর্স চর্চার মাঝে নয়া ভিডিয়ো, বিয়ে নিয়ে রণবীর-কার্তিককে যা বলেন অভিষেক
যিশুর সঙ্গে তাঁর আপ্ত সহয়াক শিনালের আলাপ বহু দিনের। টলিপাড়ায় আগুন গতিতে খবর ছড়িয়েছে মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে থাকছিলেন যিশু-শিনাল। যা রীতিমতো স্তম্ভিত করেছে সকলকে। হ্যাপি গো লসাকি কাপল হিসেবেই পরিচিত ছিলেন যিশু-নীলাঞ্জনা। স্বামীর কেরিয়ারের প্রথম দিককার স্ট্রাগলে কাঁধে কাঁধ দিয়ে লড়েছেন নীলাঞ্জনা। তাঁদের যৌথ উদ্যোগে খোলা প্রযোজনা সংস্থাও বেশ সফল। দুই সন্তান নিয়ে ছিল সুখের সংসার। এমনভাবে ফাটল আসা, হতবাক করেছে সকলকে। যদিও, বিচ্ছেদের খবরে এখনও কেউই শিলমোহর দেয়নি।