যিশু সেনগুপ্তের ২০ বছরের বিয়ে ভাঙছে! নেপথ্যের কারণ হিসাবে উঠে এসেছে অভিনেতার পরকীয়া চর্চা। জল্পনা মুম্বইয়ে আপ্ত সহায়ক শিনাল সূর্তির সঙ্গে সহবাস সম্পর্কে রয়েছেন যিশু, সেই খবরের বউয়ের কানে পৌঁছাতেই দাম্পত্যে চিড়। জল অনেক দূর গড়িয়েছে।
খাদান-এর শ্যুটিংয়ে কলকাতায় থাকলেও লেক গার্ডেন্সের বাড়িতে জায়গা হয়নি যিশুর। তিনি বউ-মেয়েদের থেকে আলাদা থেকেছেন। দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন যিশু। পরকীয়া চর্চা, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ তাঁর। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও জবাব মেলেনি। এর মাঝেই বৃহস্পতিবার সামনে এসেছে খাদানের টিজার। আর সেই রাতের দেখা মিলল যিশু সেনগুপ্তর।
প্রযোজক অতনু রায়চৌধুরীর ডাকে তাঁর নাতনির অন্নপ্রাশনে হাজির হলেন যিশু। এদিন এক ছাদের নীচে পাওয়া গেল দেব ও যিশুকে। অনুষ্ঠানের ফাঁকে ঠাকুর্দা অতনু রায়চৌধুরীর সঙ্গে হাসিমুখে পোজ দিলেন যিশু।
নাতনি অভিস্মিতার অন্নপ্রাশনে ধুতি-পাঞ্জাবিতে সেজে প্রধান, প্রজাপতি প্রযোজক। ক্যাজুয়াল আউটফিটেই ধরা দিলেন যিশু। ডেনিম শার্ট ও সাদা প্যান্টে দেখা মিলল তাঁর। চোখে রোদচশমা।
অন্যদিকে শুক্রবার সোশ্যাল মিডিয়াতেও ধরা পড়ল যিশুর উপস্থিতি। ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তিনি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কিত আপডেট ভাগ করে নিলেন নায়ক। আইফ উৎসভব (দক্ষিণের আইফা)-এ নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার তালিকায় স্থান করে নিয়েছেন যিশু। টাইগার নাগেশ্বর রাও ছবিতে সিআই মৌলি চরিত্রের জন্য এই নমিনেশন ঝুলিতে এসেছে যিশুর। ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ার মাঝে নিঃসন্দেহে এই খবরে হাসি ফুটেছে যিশুর মুখে।
ওদিকে বন্ধু রাজশ্রীর ডাকে খুব শীঘ্রই দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে লন্ডন উড়ে যাবেন নীলাঞ্জনা। সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় প্রযোজক। ধীরে ধীরে আগলা হচ্ছে যিশু নীলাঞ্জনার বন্ধন।
পরকীয়ার অভিযোগে বিদ্ধ যিশু চুপ খাদান নিয়ে! মন আর মাথার লড়াইয়ে নীলাঞ্জনা বাছলেন কাকে?
নিজের নামের পাশ থেকে যিশুর পদবি সরিয়েছেন, এমনকী যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশন, তবে খবর আজকাল আর হরগৌরীর সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে। দুই মেয়ে সারা-জারার নামে গড়েছেন ‘নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন’। আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা ‘আনন্দী’ আসছে জি বাংলায়। আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের পথে হাঁটার পরিকল্পনাও নাকি শুরু করেছেন নীলাঞ্জনা। দুই মেয়ে এই কঠিন সময়ে আগলে রেখেছেন মা-কে। নীলাঞ্জনার পাশে রয়েছেন তাঁর বোন চন্দনাও।