প্রথম থেকেই চর্চায় ছিল 'খাদান'। ছবি মুক্তির পর আরও বেশি করে আলোচনায় উঠে আসছে দেব-যিশুর খাদান। তথ্য বলছে, 'খাদান' এখনও পর্যন্ত দর্শকদের মধ্যে বেশ ভালোই সাড়া ফেলতে পেরেছে। এখনও পর্যন্ত দর্শকরা যা বলছেন, আর বক্স অফিস রিপোর্ট যা বলছে তা হল 'খাদান' বাংলার বাণিজ্যিক ছবির হৃতগৌরব ফিরিয়ে আনতে সক্ষম। এরপর অবশ্য পরবর্তী বক্স অফিস রিপোর্টই কথা বলবে। তবে অনুরাগীরা বলছেন দেব-ই আসল 'রাজার রাজা'।
যদিও রিপোর্ট বলছে ইতিমধ্যেই ৩ কোটির দুয়ারে পৌঁছে গিয়েছে দেব-এর 'খাদান'। আর তাই এবার বক্স অফিসে আগুন লেগেছে বলে গান ধরলেন যিশু সেনগুপ্ত।
'বসন্ত বিলাপ' ছবির সেই জনপ্রিয় 'লেগেছে লেগেছে আগুন' গানটি নিশ্চয় শুনেছেন। সেই গান ধরেই এবার 'খাদান' নিন্দুকদের একহাত নিলেন যিশু। টলিউড অনলাইনের ক্যামেরায় উঠে আসা ভিডিয়োতে শুরুতেই 'আগুন' বলে চেঁচিয়ে উঠতে দেখা যাচ্ছে যিশুকে। তারপর খাদান টিমের আরেকজন, 'লেগেছে লেগেছে লেগেছে দেখ আগুন' গানটি ধরেন। তখন যিশু কৌতুহলী দৃষ্টি নিয়ে জিগ্গেস করেন ‘কোথায় লাগল রে?’ এরপর ফের তিনি গাইলেন, ‘আয় তোরা দেখে যা, বাংলার হলে-হলে, খাদান-এর কত টাকা, আগুন… আগুন…।’ এরপরই যিশু কটাক্ষের সুরে বলেন, ‘আর কোথায় আগুন লেগেছে বলব না, পরে বলছি…।’ অপরজন ফের জিগ্গেস করলেন, ‘বলবে না?’ যিশু ফের বলেন, ‘না না আর বলব না’। পাশ থেকে তখন আরেকজন গাইলেন, ‘জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক…’।
আরও পড়ুন-মোদীর জন্য! ‘সারে জাহা সে আচ্ছা ও বৈষ্ণব জন তো…’ গেয়ে মুগ্ধ করলেন কুয়েতের এই গায়ক
আরও পড়ুন-‘এই সাফল্যে কিছু মানুষের এত হিংসে কেন?…কাঠি করে কী লাভ!’ ঋত্বিকের আক্রমণে দেবের পাশে বিরসা
এভাবেই 'খাদান'-এর সাফল্যের পাশাপাশি নিন্দুকেদের একহাত নিতেও ছাড়েননি যিশু।
প্রসঙ্গত, 'খাদান' মুক্তির আগে থেকেই 'সন্তান' এর সঙ্গে এই ছবির টক্কর বেঁধেছে। শুরুতে 'খাদান' নিয়ে দেবকে আক্রমণের অভিযোগ ওঠে 'সন্তান' পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজের কিছু মন্তব্যে, দেব অনুরাগীদের মনে করেন, ঘটা করে খাদানের প্রচার নিয়ে কটাক্ষ করা হয়েছে। যদিও পরে রাজ সাফ জানিয়েছেন, তিনি কোনও ছবিকে আক্রমণ করেননি। তবে রাজ থামলেও রবিবারই দেবকে আক্রমণ করে বসেন 'সন্তান' অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আর তাতে ফের চটে যান দেব অনুরাগীরা।
যদি এক্ষেত্রে সৃজিত মুখোপাধ্য়ায়, বিরসা দাশগুপ্তরা শুরু থেকেই দেবের পাশেই ছিলেন। ঋত্বিকের কটাক্ষের পর রবিবার দেবের পাশে দাঁড়িয়ে টুইটও করেন বিরসা। আর এবার একটু অন্য কায়দায় জবাব দিলেন যিশু সেনগুপ্ত।