বাংলা নিউজ > বায়োস্কোপ > Jisshu Sengupta: ‘পুষ্পা ২’-তে যিশুর ভিলেন হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতার ম্যানেজার, কী বলছেন?

Jisshu Sengupta: ‘পুষ্পা ২’-তে যিশুর ভিলেন হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতার ম্যানেজার, কী বলছেন?

পুষ্পা ২-তে কি সত্যি অভিনয় করবেন যিশু?

‘পুষ্পা ২’-তে কি সত্যি অভিনয় করছেন যিশু? অল্লু অর্জুনের সঙ্গে বাংলার নায়ককে দেখতে পাওয়ার আশায় বুক বেঁধেছেন অনেকেই। দেখুন কী বলছে অভিনেতার ম্যানেজার। 

‘পুষ্পা: দ্য রইজ’-এ ভিলেন হওয়ার অফার এসেছিল যিশুর কাছে। সে খবর তিনি নিজেই জানিয়েছিলেন। তবে ডেট নিয়ে কিছু সমস্যা থাকায় তা করা হয়ে ওঠেনি। তবে দিনকয়েক ধরে আরও একটা খবর বাজারে রটেছে। ‘পুষ্পা ২’-তে কাজের অফারও নাকি যিশুর কাছে এসেছে। এবং তিনি তাতে ‘হ্যাঁ’-ও বলে দিয়েছেন। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেতার ম্যানেজার। 

খবর ছিল, কাজের অফার প্রথমে গিয়েছিল বিজয় সেতুপতির কাছে। তবে আপাতত বিজয় নভেম্বর মাস থেকে একটি ছবির কাজে হাত দেবেন। তাই তাঁর পক্ষে ডেট দেওয়া মুশকিল। তাই না করে দেন। তারপর নির্মাতারা আসেন যিশুর কাছে, আর বাংলার অভিনেতাও রাজি হয়ে যান।

তবে যিশুর ম্যানেজার কিন্তু অন্য কথা বলছে। ETimes-কে তিনি জানান, ‘যে সমস্ত রিপোর্ট বলছে যিশু সেনগুপ্ত পুষ্পা: দ্য রুলে কাজ করবে, সেগুলো ভিত্তিহীন। আমি নিশ্চিত করছি পুষ্পা ২-তে ওঁ অভিনয় করছে না।’

২০২১ সালে বক্সঅফিসে রাজ করেছে ‘পুষ্পা ২’। ব্লকবাস্টারের তকমা জিতে নিয়েছে। খুব জলদি আসছে এই সিনেমার দ্বিতীয় পার্ট। মাঝে শোনা গিয়েছিল  ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট হবে বাঁকুড়ার লাল মাটিতে। বাংলার মানুষ খুব আনন্দও পেয়েছিল একথা শুনে। আল্লু অর্জুনকে চাক্ষুষ করার সুযোগ মিলবে বলে কথা। তবে এখন শোনা যাচ্ছে পুষ্পরাজের উত্থানের গল্প না-ও বোনা হতে পারে বাংলায়। 

তবে যিশু ভক্তদের এতটাও মনখারাপ করার দরকার নেই, একটা ভালো খবরও আছে। পুষ্পা ২-র অংশ না হলেও অভিনেতাকে দেখা যাবে সামান্থা রুঠ প্রভু আর দেব মোহনের পিরিয়ড ড্রামা ‘শকুন্তলম’-এ আছেন তিনি, যা মুক্তি পাবে ৪ নভেম্বর। 

 

বন্ধ করুন