খাদান ছবিতে দেবের মুখ থেকে বিড়ি বের করা সিনটা ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। কিন্তু সেই সিন করতে গিয়ে কী কী কাণ্ড ঘটিয়েছেন দেব জানেন কি? তাঁর সহঅভিনেতা যিশু সেটাই প্রকাশ্যে আনলেন এদিন।
বিড়ি সিন করতে গিয়ে ঠোঁট পুড়িয়েছেন দেব!
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে যিশু জানান দেবের ভাইরাল বিড়ি সিন শ্যুটিংয়ের সময় ঠিক কী কী বিপত্তি হয়েছিল, আর অভিনেতা কী কী করেছিলেন শটটাকে একেবারে নিখুঁত করার জন্য। এই বিষয়ে যিশু সেনগুপ্ত শ্যুটিংয়ের স্মৃতি হাতড়ে বলেন, 'না হলেও কম করে ৫৫ বার দেব ঠোঁট জ্বালিয়েছে। জিভ জ্বলেছে। এক এক সময় দাড়িও জ্বলে গিয়েছে। স্বাভাবিকভাবেই এটা তো কেউ আর আগে থেকে প্র্যাকটিস করে না। মজা করার জন্যও করেনি।' দেব এই প্রসঙ্গে জানান, 'ওই রিয়েলিস্টিক জিনিসটা আনতে চাইছিলাম। অনেকবার জিভ পুড়েছে, ঠোঁট পুড়েছে। আসলে ঐ ক্যামেরাটা আসার সময়ই আমায় বিড়িটা বের করতে হতো।'
যিশু যদিও বলেন অনেক সময় শট ভালো হলেও সেটা দেব রিটেক করেছেন। অভিনেতার কথায়, 'অনেক সময় এমন হয়েছে শটটা দুর্দান্ত এসেছে। কিন্তু বিড়ি নিভে গেছে। বলা হয়েছে এডিট করে নেওয়া হবে। দেব বলেছে না আবার শট দেব।' কিন্তু কেন এমনটা করেছেন দেব? তাঁর কথায়, 'এই ছোট ছোট জিনিসগুলো চরিত্রকে বড় করে। তার শরীরী ভাষা, হাঁটা চলা সবটা ম্যাটার করে। আমি ওই সোয়্যাগ রাখতে চেয়েছিলাম।'
আরও পড়ুন: পুষ্পা ২-র প্রিমিয়ারে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, ৮ দিন পর গ্রেফতার আল্লু অর্জুন!
সেটে কে মজা করতেন বেশি, দেব নাকি যিশু?
এই বিষয়ে যিশু জানান তাঁর থেকেও বেশি মজা করতেন দেব। অভিনেতার কথায়, 'আমার থেকে তিনগুণ বেশি মজা করে দেব। ও আমার থেকেও বড় প্র্যাঙ্কস্টার। আমি সিনিয়রদের থেকে শিখেছি মজা করা। বুম্বা দা, মিঠুন দার থেকে আমি শিখেছি। আমার থেকে ও শিখেছে। মিঠুন দার থেকে ও অবশ্য প্রচুর শিখেছে। ও মিঠুন দার খুবই ক্লোজ। তাই সেই জায়গা দাঁড়িয়ে আমরা দুজন এক জায়গায় থাকলে অন্যদের একটু অসুবিধা হয়। এতে কোনও দ্বিমত নেই।'