২০২৪ সালটা নিঃসন্দেহে এলমেলো করে দিয়েছে যিশু সেনগুপ্তর ব্যক্তিগত জীবন। অভিনেতা হিসেবে যখন তিনি ছিলেন সপ্তম স্বর্গে, ঠিক তখনই তাঁর বিয়ে ভাঙার খবর সামনে আসার পর, প্রশ্ন উঠতে থাকে যিশু-র চরিত্র নিয়ে। কারণ, বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই, চর্চায় চলে আসে একটা শব্দ, তা হল ‘পরকীয়া’। শোনা যেতে শুরু করে, নিজের আপ্ত সহায়কের সঙ্গেই নাকি তিনি সম্পর্কে জড়িয়েছেন। লিভ ইন করছেন মুম্বইতে। একসময় যিশুর সঙ্গে কাজ করা যেই মেয়েকে নিজের করে নিয়েছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত (এখন ফের শর্মা পদবি ব্যবহার করছেন অবশ্য তিনি), সেই শিনাল সূর্তিই নাকি তাঁকে ‘ঠকিয়েছেন’।
এরই মাঝে বারংবার নানা রকম ইঙ্গিতমূলক পোস্ট উঠে এসেছে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়াতে। তাঁর বেশিরভাগ স্টোরিই এখন ‘বিশ্বাসভঙ্গ’, ‘একলা পথ চলা’, ‘ভাঙা সম্পর্ক থেকে ঘুরে দাঁড়ানো’ নিয়ে। কিন্তু যিশু চুপ। মাঝে একবার অভিনেতার বোন হয়তো মুখ খুলেছিলেন, তবে সেখানেও কারো নাম ছিল না। তবে এবার অভিনেতার কাছের এক মানুষ হঠাৎই পোস্ট করলেন ‘সততা’ নিয়ে।
আরও পড়ুন: মুসলিম ছেলে বিয়ে করে ধর্ম পরিবর্তন, টেকেনি সংসার, গুরুতর অসুস্থতা, এখন কী করছেন তানাজ ইরানি
সেলেব্রিটি ফোটোগ্রাফার তথাগত ঘোষ তাঁর তোলা যিশু সেনগুপ্তর একটি ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। তবে এই পোস্টের মূল আকর্ষণ হল ক্যাপশন। যেখানে লেখা রয়েছে, ‘হয়তো পুরোপুরি নিঁখুত নয়, তবে বিশ্বাসযোগ্যতা খাঁটি’।
আরও পড়ুন: বছর শেষেও ধামাকা পুষ্পা ২-রই! খাবি খাচ্ছে বরুণ, বক্স অফিসে আল্লুর আয় সোমবার ৩ গুণ বেশি
এর আগে যিশুর বোন সোশ্যাল মিডিয়ায় কারও নাম না করেই লিখেছিলেন, ‘এত মিথ্যে, এত মিথ্যে… সহ্য হবে তো? একসময় আমাকে কর্মা নিয়ে প্রচুর জ্ঞান দেওয়া হয়েছিল। আজ প্রশ্ন করি, যদি সেটা থেকে থাকে, তাহলে কর্মা ক্ষমা করবে তো? সত্যি চিরকাল চাপা থাকে না। আমি যদি আমার মুখ খুলতে পারতাম! ভগবান ও জানে না, ও কী ভুল করছে!’
আরও পড়ুন: একবার মন্নত গেলেই চিন্তা খতম! শাহরুখের সুবিশাল বাংলো নিয়ে কী ফাঁস করলেন অনন্যা
আপাতত টলিউডের অন্দরে দুই ধরনের তথ্য ঘোরাফেরা করছে। একদল যখন যিশুকে দোষ দিতে ব্যস্ত, তখন আরেক দল কিন্তু নাকচ করে দিয়েছেন অভিনেতার কোনো ধরনের ‘পরকীয়া’য় জড়ানোর তথ্য। বরং, শোনা যাচ্ছে অভিনেতা এত কিছুর পরেও চুপ, শুধু দুই মেয়ের কথা ভেবে। এমনকী, নিজের প্রযোজনা সংস্থা, বাড়ি সব ত্যাগ করেছেন, যাতে নীলাঞ্জনা-সারা বা জারাকে কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয়।
কাজের সূত্রে, খাদান দিয়ে দর্শক মনে গভীর দাগ কেটে গিয়েছেন যিশু সেনগুপ্ত। শুধু ২০২৪ সালের নয়, বাংলা ছবি সর্বকালের সর্বাধিক ব্যবসা করা ছবি হওয়ার পথে খাদান। যাতে দেব, যিশু, ইধিকারা স্ক্রিন শেয়ার করে নিয়েছেন।