বাংলা নিউজ > বায়োস্কোপ > Nilanjana-Jissu: যিশুর ‘পরকীয়া’, নীলাঞ্জনার সঙ্গে ডিভোর্স! ব্যবসা খুলল ছোট মেয়ে জারা, কীসের?

Nilanjana-Jissu: যিশুর ‘পরকীয়া’, নীলাঞ্জনার সঙ্গে ডিভোর্স! ব্যবসা খুলল ছোট মেয়ে জারা, কীসের?

ব্যবসা শুরু করল যিশু-নীলাঞ্জনার ছোট কন্যা।

আপাতত দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে যিশুকে আনফলো শুধু নীলাঞ্জনা করেনি, করেছে বড় মেয়ে জারাও। যদিও যিশু এখনও বউ (অফিসিয়ালি ডিভোর্স হয়নি) ও মেয়ে দুজনকেই ফলো করেন। এরই মাঝে, ভাইরাল ছোট মেয়ে জারার নতুন ব্যবসা। 

বিনোদন দুনিয়ায় মাসখানেক ধরে যে দম্পতির সংসার ভাঙার খবর সবার আগে জায়গা করে নিয়েছে, তাঁরা হলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। নীলাঞ্জনা ইনস্টাগ্রাম থেকে বরের পদবি ও একসঙ্গে ছবি মুছে ফেলেছেন দেখেই সন্দেহ হয় নেটিজেনদের। এরপর প্রকাশ পায়, নিজের আপ্ত সহায়কের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই বাঙালি অভিনেতা। শুধু তাই নয়, শিনাল নামের মেয়েটির সঙ্গে মুম্বইতে সহবাসও করছেন।

আপাতত দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে যিশুকে আনফলো শুধু নীলাঞ্জনা করেনি, করেছে বড় মেয়ে জারাও। যদিও যিশু এখনও বউ (অফিসিয়ালি ডিভোর্স হয়নি) ও মেয়ে দুজনকেই ফলো করেন। তিনি ফলো করেন ছোট মেয়ে জারাকেও। তবে যিশুর ছোট কন্যের প্রোফোইল লক থাকায়, সে বাবাকে ফলো করে কি না তা স্পষ্ট নয়। সঙ্গে জারা-র নিজস্ব ব্যবসার অ্যাকাউন্টটিকেও ফলো করেন যিশু।

আরও পড়ুন: ‘মেয়েছেলে হয়েছ বলে…’! মিছিলে মাতাল, মেয়েদের নোংরা মন্তব্য, ১৪ তারিখ রাতে কী হয় যাদবপুরে, বললেন ঝিলম

কদিন আগে মাসি চন্দনা শর্মার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন জারা। সেখানে তাকে নিজের বানানো ব্রেসলেটের বিজ্ঞাপন দিতে দেখা যায়। এমনকী, ১৫ অগস্টে চলা একটি অফার নিয়েও কথা বলে সে। যেটি নিজের স্টোরিতে শেয়ার করেছিলেন জারা।

আরও পড়ুন: ‘শাঁখ বাজাচ্ছে, না চুষে জল খাচ্ছে’! প্রতিবাদ বাড়তেই ভিডিয়ো ডিলিট করলেন ঋতুপর্ণা

নিজের হাতে ব্রেসলেট বানিয়ে তা বিক্রি করে জারা। জারা নিজের হাতে বিডস দিয়ে তা বানায়। ইনস্টাগ্রাম পেজটির নাম @bitsandbeadworks। চলতি বছরের মে মাস থেকে এটি শুরু করেছে ছোট্ট জারা। ইতিমধ্যেই তার এই উদ্যোগের ফলোয়ার্স সংখ্যা প্রায় ২০০।

মেয়ের বানানো এই ‘BE BOLD’ লেখা ব্রেসলেটটি নীলাঞ্জনা মন্তব্য করেছেন, ‘অসাধারণ’! এদিকে, গত শনিবার ১৯ বছর বয়সী সারা লাল পাড় সাদা শাড়িতে ব়্যাম্পে হাঁটেন। পাশে ছিল মা-মাসি। সবাইকে অবাক করে আসেনি না যিশু। 

নীলাঞ্জনাও নতুনভাবে জীবনকে গুছিয়ে নিচ্ছেন। এতদিন যিশুর সঙ্গে কাজ করতেন Blue Water Motion Pictures প্রযোজনা সংস্থায়। যেখান থেকে বর্তমানে চলছে হরগৌরী পাইস হোটেল। তবে গত রবিবার BFTA অ্যাওয়ার্ড নেওয়ার সময় তাঁকে নিজস্ব প্রযোজনা সংস্থার ঘোষণা করতে দেখা যায়। জানান, তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম হতে চলেছে, ‘নিনি চিনি'জ মাম্মাস প্রোডাকশন’। দুই মেয়ে সারা অর্থাৎ নিনি ও জারা অর্থাৎ চিনির নামানুসারেই এই নামকরণ।

দুই মেয়েকে পাশে রেখে মঞ্চ থেকে নীলাঞ্জনা বলেন, ‘আমি ভীষণ ভীষণ খুশি। প্রযোজক হিসেবে এটা আমার কামব্যাক। মা চলে যাওয়ার পর থেকে মেয়ে দুজন যেভাবে আগলে রেখেছে, আমার মা-কে আমি ওদের মধ্যে পাই। তাই ওদের আজ সঙ্গে রাখা।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.