চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিজ 'পঞ্চায়েত ৩'। আগের সিজনগুলির মতো তৃতীয় সিজনও মন ছুঁয়ে গিয়েছে সকলের। কিন্তু প্রায় দুবছর পর মুক্তি পেয়েছে এই নতুন সিজেন। আর এই দু'বছরে তৈরি হয়েছে নানা জল্পনাও। এইসময় কানাঘুষোয় শোনা গিয়েছিল নতুন সিজনে নাও দেখা যেতে পারে পর্দার অভিষেক ত্রিপাঠী ওরফে জিতেন্দ্র কুমারকে। তবে তিনি অবশ্য নতুন সিজেনেও রয়েছেন স্বমিহিমায়, কিন্তু কেন এমন গুঞ্জন শোনা গিয়েছিল? সেই বিষয়েই অবশেষে মুখ খুললেন অভিনেতা।
জীতেন্দ্রকে নিয়ে গুজব
দ্বিতীয় সিজন সম্প্রচারিত হওয়ার পর, শোনা গিয়েছিল জিতেন্দ্র ও সিরিজের প্রযোজকদের মধ্যে কোনও একটা কারণে সমস্যা দেখা দিয়েছে। তাই পরবর্তী সিজেনে তিনি নাও থাকতে পারেন। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জিতেন্দ্র সেই বিষয়ে জানান।
আরও পড়ুন: কিশোর কুমারের বায়োপিকে কার্তিক? অনুরাগের নতুন ছবি নিয়ে ফাঁস বড় খবর
জল্পনার প্রসঙ্গে জীতেন্দ্র কুমারের মত
এই গুঞ্জন প্রকাশ্যে আসার পর থেকেই স্যোশাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল নানা আলোচনা ও জল্পনা। তা নিয়ে দর্শকদের একাংশ বেশ ভয়ও পেয়ে গিয়েছিল। তাঁরা অনেকেই ভেবেছিলেন জীতেন্দ্র হয়তো বাদ পড়বেন সিরিজ থেকে। এই বিষয়টিও অভিনেতা নজর এড়াতে পারেনি বলে জানান তিনি। গত সিজেনের শেষে দেখানো হয়েছিল অভিষেকের বদলি হয়ে যাবে, আর সেই বিষয়টা যে এই গুঞ্জনকে আরও ঘি ডালার কাজ করেছে বলে মত জিতেন্দ্রর। তিনি জানান, এই বিষয়টি পুরোটাই একটা গুজব ছিল কেবল মাত্র। আর এই গুজবের কারণে তাঁকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন: সরে দাঁড়ালেন বিচারক! অবৈধ বিয়ের দায়ে কারাবন্দি ইমরান খানের পাল্টা মামলার রায় অঘোষিতই রইল
সাক্ষাৎকারে জিতেন্দ্র জানান, যে এই গুজব নিয়ে তিনি খুব বেশি মাথা ঘামাননি, কারণ তখন তিনি 'পঞ্চায়েত'-এর তৃতীয় সিজনের শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন। তাই এই জল্পনা থামানোর জন্য আলাদা করে কিছু করেননি। পাশাপাশি তিনি চেয়েছিলেন দর্শকদের এই ভাবনা একেবারে ট্রেলার দেখেই নস্যাৎ হোক। তাই 'পঞ্চায়েত'-এর তৃতীয় সিজনের প্রথম ট্রেলার অপেক্ষায় ছিলেন তিনি। তবে নায়ক এও বুঝতে পেরেছিলেন যে ভক্তদের উদ্বেগের কারণ এই সিরিজের প্রতি ভালবাসা ছাড়া আর কিছু নয়। আর এই সিরিজ ছাড়ার কথাও তিনি ভাবতে পারেন না, কারণ প্রোডাকশন হাউসের সঙ্গেও জিতেন্দ্রর দীর্ঘ দিনের সম্পর্ক।