জি বাংলায় সদ্য শুরু হয়েছে যোগমায়া সিরিয়াল। আর সেই ধারাবাহিকের টিম এসেছিল দাদাগিরিতে। সেখানেই নেতিবাচক চরিত্রে অভিনয় করা কৌশিক বন্দ্যোপাধ্যায় গল্প-আড্ডায় জানালেন কীভাবে একবার ভরা স্টেজে তাঁকে মারার চেষ্টা করেছিল এক দর্শক।
কৌশিকের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে বাংলার মহারজা বলেন, ‘নেগেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়’। আর তাতে জীবনের এক বিশেষ মুহূর্তের গল্প বলেন অভিনেতা। জানান, ‘স্টেজ শো ছিলেন। মঞ্চে ছিলেন তিনি আর লাবনী। হঠাৎ পিছনে দেখি হাতে একটা সাইকেলের চেন নিয়ে একজন আমায় মারতে আসছে।’
আরও পড়ুন: ‘৩৫০ টাকা দিয়ে…’, মধ্যমগ্রামের দাদা বউদি বিরিয়ানি দোকানে ‘প্রতারণা’! তুলোধনা ভ্লগারের
এমন কথায়, শুধু সৌরভ নন, চোখ কপালে ওঠে সেটে উপস্থিত যোগমায়া টিমের । তবে কৌশিক জানান, ‘এর থেকে বড় পুরস্কার আর কখনও পাইনি…’
যোগমায়া-তে দেখানো হচ্ছে এমন এক মেয়ের লড়াই যে উচ্চ পদস্থ সরকারী চাকরি করার স্বপ্ন দেখে। বাবা রিক্সা চালায়। হাজার হাজ সারাদিন থাকলেও, রাতে চলে পড়াশোনা। কখনও আবার বাড়িতে কারেন্ট না থাকলে, লাইটপোস্টের আলোতে। এই চরিত্রে থাকছেন নেহা আমানদীপ। অন্য দিকে, সিরিয়ালের নায়ক সৈয়দ আরাফিন। তাঁর চরিত্রের নাম রোহন। ডাক্তার এবং একটি বড় হাসপাতালের মালিক। এই ধারাবাহিকে আরও দেখা যাবে, অনন্যা, চাঁদনী মুখার্জি, মিমি দত্ত, ভাশ্বর চ্যাটার্জি, কৌশিক ব্যানার্জিদের। ১১ মার্চ, সোমবার থেকে জি বাংলায় দেখা যাচ্ছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, কী হয়েছে বিগ বি-র?
জি বাংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রাখেছিলেন নেহা আমনদীপ। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। তবে এরপর হঠাৎই অবসাদ গ্রাস করে। বহুদিন কাজ থেকও দূরে ছিলেন। তবে ব্লুজ প্রোডাকশনের মেগা তাঁকে ফিরিয়ে আনল ক্যামেরার সামনে। অন্য দিকে, সৈয়দ আরেফিনকে শেষ দেখা গিয়েছিল তুঁতে ধারাবাহিকে।
দাদাগিরি প্রসঙ্গে:
আপাতত চলছে দাদাগিরির ১০ নম্বর সিজন। প্রথম থেকেই বেশ ভালো টিআরপি এনে দিচ্ছে এটি জি বাংলাকে। শনিবার ও রবিবার রাত ৯.৩০টায় জি বাংলায় সম্প্রচার। যোগমায়ার তারকাদের নিয়ে দাদাগিরি-র এপিসোডটি আসছে ১৬ মার্চ। চলতি সিজনে একাধিক তারকাকে দেখা গিয়েছে সৌরভের সঙ্গে। তাদের সঙ্গে গল্প-আড্ডায় মাতিয়ে রেখেছিলেন দাদা।