স্টার জলসায় সদ্যই একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে, এবার পালা জি বাংলার। সেখানেও আগামী সোমবার অর্থাৎ ১১ মার্চ থেকে আসছে নতুন ধারাবাহিক যোগমায়া। ইচ্ছে পুতুল ধারাবাহিককে সরিয়ে এই ধারাবাহিক আসছে।
যোগমায়া আসছে জি বাংলায়
বহুদিন পর আবারও ছোট পর্দায় কামব্যাক করছেন নেহা অমনদীপ। তাঁর সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন সৈয়দ আরেদিন। তাঁকে শেষবার স্টার জলসার তুঁতে ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার নতুন রূপে তিনি ধরা দেবেন জি বাংলার পর্দায়।
যোগমায়া ধারাবাহিকে উঠে আসবে এক মেয়ের কথা যার বানা পেশায় রিকশা চালক। তাদের বাড়ি ভেঙে সেখানে মল বানাতে চান এক ব্যবসায়ী। হামেশাই তাদের বাড়ির আলো, জল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবুও এত প্রতিকূলতায় সে থেমে যায়নি, বন্ধ করেনি স্বপ্ন দেখা। প্রয়োজন রাস্তার আলোয় বসে পড়ে। এমন অবস্থায় তার স্বপ্ন কী? বড় সরকারি অফিসার হয়ে ওঠা। কী করে সে সেই স্বপ্নপূরণ করবে এখন সেটাই দেখার পালা।
ইচ্ছে পুতুলের জায়গায় যোগমায়া
ইচ্ছে পুতুল ধারাবাহিকটি সদ্যই শেষ হল তার জায়গায় আসছে যোগমায়া। মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস, শ্বেতা মিশ্রর এই ধারাবাহিকে দুই বোনের গল্প উঠে এসেছিল। সদ্যই শেষ হল সেই মেগা। এবার সেখানেই অর্থাৎ সন্ধ্যা ৬টার স্লটে দেখা যাবে যোগমায়া।
আরও পড়ুন: দ্বিতীয়দিনেই হুহু করে বাড়ল ব্যবসা, ১৮ কোটি আয় করে দুই দিনে মোট কত ঘরে তুলল অজয়ের ‘শয়তান’?
এদিন চ্যানেলের তরফে ইচ্ছে পুতুল ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিংয়ের ভিডিয়ো পোস্ট করে লেখে, 'শেষ কথা কে বলবে? শেষ হল ইচ্ছে পুতুলের ১ বছর ২ মাসের পথচলা- দর্শকদের ধন্যবাদ ইচ্ছে পুতুল-কে এত জনপ্রিয় করে তোলার জন্য। মেঘ-ময়ূরীর পথচলা তবে এখানেই শেষ!'