বিগ বাজেটের ছবি তৈরি হবে আর জমিয়ে প্রচার হবে না তা কী হয়? তাই তো বি টাউনের বড় তারকারা তাঁদের ছবি সারতে কপিল শর্মার শো-তে হাজির হন। কখনও কখনও তো ছবি মুক্তির পরেও প্রচার সারতে বা সাফল্য উদযাপন করতে এই শো-এর মঞ্চকেই বেছে নেন তাঁরা। তাই তো 'সত্যমেব জয়তে ২' এর প্রচার সারতে ‘দ্য কপিল শর্মা শো’-এর মঞ্চে হাজির হয়েছিলেন জন আব্রাহামও। সঙ্গে ছিলেন ছবির নায়িকা দিব্যা খোলসা কুমার।এপিসোডের মজাদার আগাম ঝলক নতুন প্রোমোতে ইতিমধ্যেই সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ।
অনুষ্ঠান চলার ফাঁকে জনকে কপিল জিজ্ঞেস করে বসেন কোনও ব্যক্তি যদি এক মাসের মধ্যে পাঁচ কেজি ওজন কমাতে চান, তাহলে কী করতে হবে? শোনামাত্রই বলি-তারকা পাল্টা কপিলকে জিজ্ঞেস করে বসেন, 'আপনিই কি ওজন কমাতে চান?' কাঁচুমাচুভাবে শো-এর হোস্ট স্বীকার করে নেন যে তিনিই সেই ব্যক্তি যে নিজের ওজন কম করতে চায়। মাথা নাড়িয়ে জন বললেন, 'এই শো-এর শ্যুটিং শেষে আপনাকে আমি নিজের হাতে ডায়েট চার্ট লিখে দেব। তা যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে এক মাসের মধ্যেই পাঁচ কেজি ওজন কমবে আপনার'। 'সত্যমেব তারকা' ছবির নায়কের কথা শেষ হতে না হতেই শো-তে উপস্থিত দর্শকদের উদ্দেশে মুচকি হেসে কপিলের জবাব, ' দেখেছো তো, এই হচ্ছে আমার স্টারডমের নমুনা। হুঁ, হুঁ বাওয়া জন আব্রাহামকে আমি ডায়েটেশিয়ান হিসেবে রেখেছি!' কপিলের কথা শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়েন মঞ্চে উপস্থিত জন।
২৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘সত্যমেব জয়তে ২’। এই ছবিতে ট্রিপল রোলে দেখা যাবে জন আব্রাহামকে, এক বাবা ও তাঁর দুই যমজ সন্তানের। সম্প্রতি পরিচালক মিলাপ জাভেরি তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি জনকে মাথায় রেখে সত্যা আর জয়--দুই যমজ ভাইয়ের গল্প লিখেছিলেন। তবে স্ক্রিপ্ট শেষ হলে বুঝতে পারেন সবথেকে কঠিন চরিত্র বাবার ভূমিকা। আর পরদায় জনের ট্রিপল রোলও যে বেশ অভিনব একটা ব্যাপার সেকথাও মেনে নেন পরিচালক।