বাংলা নিউজ > বায়োস্কোপ > ট্রেলার লঞ্চের সময় কেন সাংবাদিকের উপর চটে ছিলেন জন? নিজের মুখেই জানালেন নায়ক

ট্রেলার লঞ্চের সময় কেন সাংবাদিকের উপর চটে ছিলেন জন? নিজের মুখেই জানালেন নায়ক

জন আব্রাহাম ও শর্বরী

জন আব্রাহাম সম্প্রতি তাঁর আসন্ন ছবি, নিখিল আডবাণীর অ্যাকশন ফিল্ম 'বেদা'-এর ট্রেলার লঞ্চের সময় একজন সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এই ব্যবহারের কারণ কী তা 'দ্য রণবীর শো পডকাস্ট'-এ জনকে জিজ্ঞাসা করা হলে, তিনি আসল কারণ বলেন।

জন আব্রাহাম সম্প্রতি তাঁর আসন্ন ছবি, নিখিল আডবাণীর অ্যাকশন ফিল্ম 'বেদা'-এর ট্রেলার লঞ্চের সময় একজন সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এই ব্যবহারের কারণ কী তা 'দ্য রণবীর শো পডকাস্ট'-এ জনকে জিজ্ঞাসা করা হলে, তিনি আসল কারণ বলেন। নায়ক জানান ওই সাংবাদিক তাঁর থেকে জানতে চেয়েছিলেন কেন জনকে একই ধরণের সিনেমা দেখা যাচ্ছে। নতুন ধরনের কাজ তিনি কবে আনবেন?

এ প্রসঙ্গে জন বলেন, 'আমি জানি যে একজন ওঁকে কেউ শিখিয়েছিল আমাকে রাগানোর জন্য। আমার সঙ্গে শত্রুতার জন্যই, ওঁকে কাজে লাগানো হয়েছিল আমাকে রাগান্বিত করার জন্য। হ্যাঁ সে বা তাঁরা জিতে গিয়েছেন এবং আমি হেরে গিয়েছি। কারণ আমি রেগে গিয়েছিলাম।' অভিনেতা দাবি করেছেন যে 'ইচ্ছাকৃত ভাবে' তাঁকে উত্তেজিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রশ্নটি করার নির্দেশ দেওয়া হয়েছিল ওই সাংবাদিককে।

আরও পড়ুন: রাজকীয় ভিলায় অনন্ত-রাধিকার হানিমুন! খাচ্ছেন দই, একরাতের ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

এই বিষয়ে বলতে বলতেই জন তাঁর ক্যারিয়েরে শুরু দিকের একটি ঘটনা শেয়ার করে নেন। তিনি জানান একজন ম্যাগাজিনের সম্পাদক তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে এই মর্মে তাঁর ম্যাগাজিনের কভার স্টোরি করেছিলেন। সেটা নিয়ে তিনি অনেক বিখ্যাত পরিচালক, প্রযোজক ও তারকাদের ইণ্টারভিউও করেছিলেন। তাঁরাও একবাক্যে স্বীকার করেছিলেন যে জনের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভাগ্যচক্রে বর্তমানে সেই সম্পাদকই 'বেদা'-এর সহ-প্রযোজক। এখন তিনি জনকে নিজে থেকে জানিয়েছিলেন যে তিনি অভিনেতাকে সফল দেখতে চাইতেন না। এর কারণ কী জানতে চাইলে, তিনি জনকে বলেন এর পিছনে সেরকম কোনও কারণই নেই। 

জন বলেন, 'আমি ট্রেলার লঞ্চের বিষয়টা পছন্দ করি না। কারণ সাংবাদিকরা একই অযৌক্তিক প্রশ্ন করে, কেউ সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করে না। আমার মতে ভারতে বিনোদন সাংবাদিকতাই আসলে শেষ।'

আরও পড়ুন: আমি জীবনে উত্তেজনা চাই, ছকে বাঁধা সহজ জীবন আমার কাছে খুবই বোরিং: দেবচন্দ্রিমা

বেদা ট্রেলার লঞ্চে ঠিক কী ঘটেছিল?

এক সাংবাদিক জন কে নতুন কিছু করার কথা জিজ্ঞাসা করলে জন ক্ষিপ্ত মেজাজে জবাব দেন। তিনি বললেন, 'আপনি কি সবার আগে এই ছবিটি দেখে ফেলেছেন?' ওই সংবাদিক উত্তর দেন, 'না স্যার, আমি ট্রেলার দেখে অনুমান করছি।' এর উত্তরে জন বলেছিলেন, 'আমি কি আপনার প্রশ্নটা বোকা বোকা আর খারাপ বলতে পারি?'

জন আরও বললেন, 'এই ছবিটি আলাদা। অন্তত আমার জন্য, আমি যা করেছি তা আমি জানি। যেহেতু আপনি এখনও ছবিটি দেখেননি... তাই আগে ছবিটি দেখুন এবং তারপর বিচার করুন।' তারপর রসিকতার সুরে নায়ক বলেছিলেন, ‘তারপর, আপনি যা বলবেন তাই। আপনি যেটা বলবেন আমি মেনে নেব।’

বায়োস্কোপ খবর

Latest News

ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে! টিম বাস থেকে আঙুল তুলে দেখালেন এক অনুরাগীকে, কোহলির আচরণ মন ছুঁল সমর্থকদের-Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.