দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। আর সেই উন্মাদনার হাত ধরে হোক বা গল্প, অভিনয়, দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্সের জোরেই হোক পাঠান বক্স অফিসে এখন রাজ করছে। এই ছবির সঙ্গে পাল্লা দিতে গিয়ে এখন যে ছবিগুলো মুক্তি পাচ্ছে কোনটাই বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছে না। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আরও একটি স্পাই থ্রিলার ছবি হিট করে গেল ওয়ারের পর। বর্তমানে সেটা নিয়েই পরিচালক থেকে ছবির কলাকুশলীরা মেতে রয়েছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা গিয়েছে। জনকে এখানে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে। ছবিটির প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। এই প্রযোজনা সংস্থা এর আগে সলমনের টাইগার, বা হৃতিকের ওয়ার ছবিগুলোর মতো একাধিক স্পাই থ্রিলার ঘরানার ছবির প্রযোজনা করেছে। এবার তাতে যুক্ত হল পাঠান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ যশ রাজ ফিল্মসের এই স্পাই থ্রিলার ঘরানার চরিত্র অর্থাৎ টাইগার, জোয়া, কবীর, পাঠান, রুবাইয়ের মতো চরিত্রগুলো নিয়ে কথা বলেন একই সঙ্গে আভাস দিলেন যে পাঠান আবার বড়পর্দায় ফিরতে পারে। এবং সেখানে জন আব্রাহামের যে চরিত্র অর্থাৎ জিমের প্রিক্যুয়েল ধরা পড়বে। সে কেন অমন হল, কী হয়েছিল তাঁর সঙ্গে, ইত্যাদি জানা যাবে।
শাহরুখ খানের কামব্যাক যেমন এই ছবির একটা ইউএসপি তেমনই ভিলেনের চরিত্রে জন এবং তাঁর দুর্দান্ত অভিনয়ও কিন্তু আরও একটি আকর্ষণীয় বিষয় এই ছবির। দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে এই চরিত্রটি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ জিমের চরিত্রের বিষয় বলতে গিয়ে বলেন, 'জিমের অতীত জীবন নিয়ে একটা ছবি হওয়া উচিত। কিন্তু এখনই এই বিষয় নিয়ে কথা বলাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বিশ্বাস করি জিমের চরিত্রের একটা প্রিক্যুয়েল আসা প্রয়োজন।' এছাড়াও তিনি আভাস দেন সেই ছবিতে পাঠান ছবির জিম এবং ওয়ার ছবির কবীরের মধ্যে যে আগে থেকে একটা সম্পর্ক ছিল সেটাকে তুলে ধরা হতে পারে। পাঠান ছবিতেও তার ইঙ্গিত মিলেছে। যখন তাঁকে হৃতিক এবং জনের ক্রসওভার নিয়ে জিজ্ঞেস করা হয় যে এমন কোনও স্পাই থ্রিলার আসবে কিনা, তখন তিনি বলেন, 'হ্যাঁ, কেন নয়। সব কিছুই হতে পারে। এটা একটা ইউনিভার্স। আর আপনি এই ইউনিভার্সের প্রতিটা চরিত্রের সঙ্গে যা খুশি করতে পারেন। এটাই তো খেলার মাঠ। আপনি চাইলে জিমের প্রিক্যুয়েল বানাতে পারেন। ওহ হ্যাঁ, যদি জিম না মরে তবে? তাঁর গায়ে যদি প্যারাস্যুট বাঁধা থাকে?'
তবে কি কেবল প্রিক্যুয়েল নয়, পাঠান ছবির সিক্যুয়েলও আসতে পারে? তেমনই ইঙ্গিত দিলেন কি পরিচালক? সেটার উত্তর তো সময় বলবে আপাতত বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে পাঠান। বিশ্বজুড়ে মাত্র সাতদিনে ছবিটি ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি।