জন আব্রাহাম ও তাঁর এক অনুরাগীর সাথে কথোপকথন আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে দুই তরুণ বাইকে বসে জনের হেঁটে যাওয়ায়ার ভিডিও করছেন তাঁদের ফোনের ক্যামেরায়। আর তারপরই দেখা যায় হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন জন।
‘হাই! হাউ আর ইউ’, বলে ফোন কেড়ে নেন জন। আর তারপর ফোনের সেলফি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শোনা যায়, ‘হাই! আপনারা সবাই ভালো আছেন তো? এরা আমার বন্ধু’। আর তারপর আবার ফিরিয়ে দেন ফোন।
আর জনের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সকলেই তাঁর তারিফ করেছেন সৌজন্যবোধের পরিচয় পেয়ে। ‘মাটির মানুষ’, ‘ভালো মনের’ মতো নানা প্রশংসাবাক্যে ভরা কমেন্ট বক্স।
আপাতত ‘সত্যমেব জয়তে ২’র মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। এই বার ছবিতে ট্রিপল রোলে দেখা যাবে তাঁকে, এক বাবা ও তাঁর দুই যমজ সন্তানের।
সম্প্রতি মিলাপ জাভেরি তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি জনকে মাথায় রেখে সত্যা আর জয়--দুই যমজ ভাইয়ের গল্প লিখেছিলেন। তবে স্ক্রিপ্ট শেষ হলে বুঝতে পারেন সবথেকে কঠিন চরিত্র বাবার ভূমিকা। আর পরদায় ট্রিপল রোলও যে বেশ অভিনব একটা ব্যাপার সেকথাও মেনে নেন পরিচালক।
২৬ নভেম্বর মুক্তি পাবে ‘সত্যমেব জয়তে ২’। এই ছবি সলমন-আয়ুষের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’র সাথে বক্স অফিসে ক্ল্যাশ করবে।