নিজেকে সেভাবে প্রচারের আলোয় আনতে ভালোবাসেন না জন আব্রাহাম। তবে প্রয়োজনে মনের কথা বলতে দ্বিধাবোধ করেন না ‘পাঠান’ তারকা। আর জি কর কাণ্ডের রেশ আছড়ে পড়েছে বলিউডেও। কলকাতার তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় মর্মাহত জন। এ বার পুরুষদের টুকরো টুকরো করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ‘ধুম’ খ্যাত অভিনেতা। ছেলেদের আরও ভাল অভিভাবকত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন জন।
কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ-হত্যা মামলার প্রতিক্রিয়ায় জন রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেদের 'সঠিক আচরণ' করার জন্য সতর্ক করেন। জন বলেন, ‘আমি ছেলেদের সঠিক আচরণ করতে বলব, অন্যথায় আমি তাদের টুকরো টুকরো করে দেব। সত্যি বলতে, আমি ছেলেদের আরও ভাল লালন-পালন আশা করি। আর আমি মেয়েদের কিছু বলব না, কারণ এতে ওদের কী দোষ? আমি মনে করি বাবা-মায়েদের উচিত ছেলেদের উপযুক্ত আচরণ করতে বলা। মেয়েদের হাতে আরও ক্ষমতা’।
এর আগে রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে জন বলেছিলেন, ‘ভারতে নারী, শিশু ও পশুরা নিরাপদ নয়। এটা দুঃখজনক। ভারতীয় পুরুষদের বুঝতে হবে কিভাবে তাঁরা মহিলাদের সঙ্গে আচরণ করবে। এটা খুব জরুরি। প্রত্যেক মেয়ের জন্য প্রত্যেক পুরুষকে রক্ষক হতে হবে, ভক্ষক নয়।’
জন আব্রাহামের অভিনয় জীবন
বিপাশা বসুর বিপরীতে জিসম দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। পরে ধুম, গরম মশলা, ট্যাক্সি নং ৯২১১, নিউ ইয়র্ক, ফোর্স, মাদ্রাজ ক্যাফে, ঢিশুম এবং সত্যমেব জয়তে-র মতো সিনেমায় অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন। সম্প্রতি তাকে নিখিল আদভানির ক্রাইম অ্যাকশন-থ্রিলার বেদা ছবিতে দেখা গেছে জনকে। স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে এই ছবি।
জন আব্রাহামের আসন্ন প্রকল্প
আগামীতে জনকে শিবম নায়ারের দ্য ডিপ্লোম্যাট ছবিতে দেখা যাবে, এতে সাদিয়া খতিব, কুমুদ মিশ্র, শারিব হাশমি এবং অন্যান্যরা অভিনয় করেছেন। এছাড়াও অ্যাকশন-থ্রিলার তেহরানেও উপস্থিত হবেন জন, যেখানে মানুষী চিল্লার এবং নীরু বাজওয়ারও দেখা মিলবে। দুটি সিনেমাই সহ-প্রযোজনা করেছে জনের প্রযোজনা সংস্থা জন আব্রাহাম এন্টারটেইনমেন্ট।