বাংলা নিউজ > বায়োস্কোপ > John Abraham Lookalike: আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি

John Abraham Lookalike: আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি

আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি

John Abraham: হাসি থেকে হাঁটাচলা, চোখের চাউনি থেকে চোয়াল, সবই তো জন আব্রহামের মতো! নায়কের আরবি ভার্সন থেকে ভিরমি খাচ্ছে সকলে। 

হুবহু জন আব্রাহামের মতো দেখতে এক আরবি যুবকের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জন আব্রাহামের সঙ্গে আশ্চর্যজনক সাদৃশ্যের কারণে ইনস্টাগ্রামে গুরুত্ব পাচ্ছেন তিনি। এবং যথার্থই তাই। ইলিয়াস ক্রিস্টোফোরিডিসকে দেখলে আপনি তাজ্জব হতে বাধ্য। সবচেয়ে মজার ব্যাপার হল জনের এই ‘হামশকল’ও পেশায় একজন অভিনেতা।  দুজনের চেহারার এই সাদৃশ্য অজানা নয় ইলিয়াসের কাছেও। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে জনের ২০১৫ সালের চলচ্চিত্র ওয়েলকাম ব্যাকের একটি গানে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে তাঁকে।

'জন আব্রাহাম অ্যারাবিক এডিশন',

ইলিয়াসের পোস্টে কেউ লিখেছেন, ‘জন আব্রাহামের রংটা একটু ফর্সা হয়ে গিয়েছে’। আরেকজন লিখেছেন, ‘ওমা! জনের থেকে বেশি জন আপনাকে লাগছে’।  ভক্তরা তার পোস্টের মন্তব্য বিভাগে আগুনের ইমোজি এবং জন সম্পর্কে মন্তব্য দিয়ে ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, 'আমি যদি জনকে ট্যাগ করতে পারতাম। ' একজন মন্তব্য করেছেন, ‘জন আব্রাহাম আরবি সংস্করণ’।

কেউ কেউ অভিনেতা সাইফ আলি খান এবং হৃতিক রোশনকে মিশ্রণে যুক্ত করেছেন এবং মন্তব্য করেছেন, "সাইফ আলি খান + জন আব্রাহাম। একজন কমেন্টে লিখেছেন, 'জন আব্রাহাম + হৃতিক রোশন'। অনেকের মতে জন নিজেও ইলিয়াসকে দেখলে ধোঁকা খেতে পারেন। 

ইলিয়াসের কথা কি জনের কানে পৌঁছেছে তা জানা নেই। এর আগে জনেকে নকল করে বংশ গান্ধী নামে এই ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়ো পোস্ট করেছিলেন। জনের হাঁটাচলা, কথা বলার ধরণ এককথায় পুরো ম্যানারিজমকেই গুলে খেয়েছে বংশ। তা প্রভাবিত করেছিল অভিনেতাকে। তিনি বংশের ভিডিয়োতে মন্তব্য করেছিলেন, বংশ তুমি অসাধারণ!!

শেষবার ভেদা দেখা গিয়েছিল, যা ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল। নিখিল আদভানি পরিচালিত 'বেদা' বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এবং বর্ণবৈষম্যকে ঘিরে আবর্তিত হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ, এবং জন আব্রাহাম তার পরামর্শদাতা, প্রাক্তন সেনা মেজর অভিমন্যু কানওয়ারের ভূমিকায় ছিলেন। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.