জন আব্রাহামের পরবর্তী ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’-এর ট্রেলার প্রকাশ্যে এল! শুক্রবার ছবির নির্মাতারা এই ছবির প্রায় তিন মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেছেন। সেখানে অভিনেতাকে ভারতীয় কূটনীতিবিদ জে পি সিংয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। এক মহিলার পাকিস্তানে ভারতীয় দূতাবাসে আসা আর তাঁকে ভারতে নিয়ে আসা নিয়ে একটি বড় মিশনকে ঘিরে এই ছবির গল্প আবর্তিত হবে।
'দ্য ডিপ্লোম্যাট'-এর ট্রেলার সম্পর্কে
ট্রেলারটি উজমা আহমেদ নামে এক মহিলাকে দিয়ে শুরু হয়। তিনি একদিন সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসে প্রবেশ করেন। জন আব্রাহামের করা চরিত্র জে পি সিং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরে সেই মহিলা জানায় যে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু কে তাঁকে ভারতীয় দূতাবাসে নিয়ে আসে? সেখানে জে পি সিংকে বলতে শোনা যায় যে, মহিলা হয় খুব ভাগ্যবতী না হয় সম্পূর্ণ প্রতারক।
আরও পড়ুন: 'পারমানেন্টলি তোমার…', প্রেম দিবসে কাঞ্চনকে কী বার্তা কচি বউ শ্রীময়ীর?
তার মামলার তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয় যে ওই মহিলাকে পাকিস্তানে রাখা যাবে না তাকে ভারতে ফিরিয়ে আনা উচিত। জন জোর দিয়ে বলেন যে, 'এই মামলাটাকে ভারত-পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। আমাদের অবশ্যই এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।' অন্যদিকে, রেবতী ফোন করে জানায়, তিনি যেন চিন্তা না করেন, কারণ তিনি 'ভারত কি বেটি'। তবে ওই মহিলাকে ভারতে ফিরিয়ে আনা নিয়েও শুধু হয় সংঘর্ষ, নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। ট্রেলারটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে।
জন আব্রাহাম তাঁর চরিত্র প্রসঙ্গে জানান, ‘কূটনীতি এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে শব্দের ওজন অস্ত্রের চেয়ে বেশি। জে পি সিংয়ের চরিত্রে অভিনয় করা আমাকে এমন একটি বিশ্বের অন্বেষণ করার সুযোগ দিয়েছে যেখানে শক্তি বুদ্ধি, স্থিতিস্থাপকতা এবং শান্ত বীরত্ব সব রয়েছে।'
ট্রেলার দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এই ধরনের সিনেমা ভারতের দরকার। সত্যিই অনুপ্রেরণামূলক এবং শক্তিশালী!’ আরেক ভক্ত লিখেছেন, ‘জন আব্রাহাম আবার অন্যরূপে ধরা দিয়েছেন। এটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।' আর একজন মন্তব্য করেছেন, ‘শেষের দিকে গানটি শুনে গোটা শরীর শিহরিত হয়ে উঠেছে।’
‘দ্য ডিপ্লোম্যাট’ ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও কৃষাণ কুমার (টি-সিরিজ), জন আব্রাহাম (জেএ এন্টারটেইনমেন্ট), বিপুল ডি শাহ, অশ্বিন ভার্দে, রাজেশ বহল (ওয়াকাও ফিল্মস), এবং সমীর দীক্ষিত, যতীশ ভার্মা, রাকেশ ডাং (ফরচুন পিকচার্স/সীতা ফিল্মস)। ছবিটি ৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।