পুজোর আবহেই পরিচালক রাজ চক্রবর্তী ঘোষণা করেছিলেন, তিনি নতুন একটি ছবি আনতে চলেছেন খুব শীঘ্রই। ছবির নাম ‘হোক কলরব’, এ কথাও জানিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনার আদলেই তৈরি হয়েছে এই সিনেমা।
আরও পড়ুন: মেয়ের জন্মের পরেই আমূল পরিবর্তন রণবীর দীপিকার! ছবি দেখে মুগ্ধ নেট পাড়া
আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যায় ত্রাণ বিতরণ করলেন দেব! প্রসেনজিৎ থেকে ঋতুপর্ণারা নিলেন বিশেষ উদ্যোগ
রোহন ভট্টাচার্যের পর এবার সিনেমার শেষদিনের শ্যুটিং শেষ হতেই আবেগ তাড়িত হয়ে পড়েন জনও। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি। প্রথম ছবিতেই তাঁকে রাজের সঙ্গে দেখা যায়। তারপরই একটি ছবিতে রাজের এক পাশে জন ও অন্যপাশে রোহনকে দেখা যায়। শেষ ছবিতে পুরো টিমের সঙ্গে নজর কাড়েন জন।
আরও পড়ুন: টেকেনি প্রেম! বিকিনিতে ছবি পোস্ট করে নিজেকে খোঁজার বার্তা জি বাংলার নায়িকার
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী, ফের রসিকতায় মাতলেন অক্ষয়, করলেন কোন গোপন প্রশ্ন?
তিনি ছবিগুলি পোস্ট করে লেখেন, ‘রাজ চক্রবর্তী স্যার, এই মানুষটির প্রতিভা বর্ণনা করার সময় শব্দ কম পড়ে যায়। সেটে তিনি যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা নিয়ে এসেছেন তা সম্পূর্ণ ভিন্ন মাত্রার! এই শ্যুটিং চলাকালীন ওঁর প্রতি আমার শ্রদ্ধা দশগুণ বেড়ে গিয়েছে। ভালোবাসি রাজ স্যার, সত্যি আমাদের জন্য আপনি ভগবান। সত্যিই অসাধারণ এই জার্নি। সেরা স্ক্রিপ্ট, কলাকুশলী, অভিনেতা এবং গল্পের মধ্যে একটা এটা! এই জার্নিটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি #HokKolorob পুরো পথ। আমার সব প্রিয় সহ-অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য হয়েছে।শাশ্বত চট্টোপাধ্যায় স্যার, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, অর্ণব বিশ্বাস, অভীকা কর্মকার সবাইকে অনেক ধন্যবাদ।'
আরও পড়ুন: 'রাত ৩টের সময় সঙ্গমে লিপ্ত ঘোড়া…', সেই দৃশ্য দেখান সলমন, ফার্মহাউসের গোপন কিসসা
আরও পড়ুন: 'যেন লড়াই করতে...', লক্ষ্মীমন্ত মেয়ের ভিড়ে সন্তানকে কীভাবে বড় করতে চান অহনা?
প্রসঙ্গত, ‘হোক কলরব’ হতে চলেছে আগামী বছরের সবথেকে বড় ছবি। আগামী বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি। আপাতত সিনেমার বাকি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুন: বরকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা ঋতুপর্ণার! জানেন কীভাবে সঞ্জয়ের সঙ্গে প্রেম হয় টলি-সুন্দরীর?