ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে এবার কাজে ফিরছেন জনি ডেপ (Johnny Depp)। প্রায় ২৬ বছর পর ফের পরিচালনার কাজে হাত দেবেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারো। জীবনীচিত্র তৈরি করছেন জনি ডেপ, ছবির নাম ‘মোদি’ (Modi Biopic)। না, আপনি যে মোদির কথা ভাবছেন ইনি সেই মোদি নন। ইতালীয় শিল্পী আমেদিও মোদিল্লিয়ানি (Amedeo Modigliani)-র জীবননির্ভর ছবি পর্দায় ফুটিয়ে তুললেন এই হলিউড তারকা। বন্ধুমহলে ‘মোদি’ (Modi) নামে পরিচিত ছিলেন মোদিল্লিয়ানি, সেই থেকেই এমন নাম ছবির।
ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ অনেকদূর এগিয়েছে। জানা যাচ্ছে, আমেদিও মোদিল্লিয়ানির চরিত্রে থাকছেন রিকার্ডো স্ক্যামারসিয়ো। অন্যদিকে হলিউড লেজেন্ড আল পাচিনো এই ছবিতে থাকবেন শিল্প সংগ্রাহক Gangnat-এর ভূমিকায়। আগামী বসন্তেই বুদাপেস্টে শুরু হবে ছবির শ্যুটিং। জন উইক: চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অফ ইউথ’ এবং ‘লোরো’র মতো ছবিতে রিকার্ডো স্ক্যামারসিয়োকে দেখেছে দর্শক।
এই ছবির গড়ে উঠবে ডেনিস ম্যাকইন্টেয়ারসের নাটক ‘মোদিল্লিয়ানি’ অবলম্বনেই তৈরি হবে এই ছবি। ছবির চিত্রনাট্য লিখছেন জেরজি এবং ম্যারি ক্রোমোলোস্কি। ৪৮ ঘন্টার কাহিনি উঠে আসবে পর্দায়। নিজের কেরিয়ার শেষ করে মোদিল্লিয়ানির শহর ছেড়ে পালানো এবং তাঁকে পুলিশ ধাওয়া করার কাহিনিকেই পর্দায় জীবন্ত করবেন জনি ডেপ।
বিংশ শতাব্দীর শুরুর দিকে প্যারিসের এক চিত্রকর তথা ভাস্কর্য শিল্পী ছিলেন মোদিল্লিয়ানি। জনি ডেপের কথায়, এটা ‘মানবতার গল্প’। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই নিয়ে গত কয়েক বছর ব্যাপক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে জনির কেরিয়ার। এবার পুরোদমে কাজে ফোকাস করতে চান পর্দার অরিজিন্যাল জ্যাক স্প্যারো।
আল পাচিনো এবং ব্যারি নাভিডির (Barry Navidi) সঙ্গে এই ছবির সহ-প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন জনি ডেপ। ব্যারি নাভিডির-র কথায়, ‘এই ছবি আল পাচিনোর মনের খুব কাছের। এটা ঠিক মোদির বায়োপিক নয়, ওঁনার জীবনের একটা টুকরো ঝলক’। জনি ডেপের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন কিংবদন্তি শিল্পী আল পাচিনো জানান তাঁর সহকর্মী।
১৯৯৭ সালে ‘দ্য ব্রেভ’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন জনি ডেপ। তারপর প্রায় ২৬ বছর কেটেছে। ক্যামেরার পিছনে দেখা মেলেনি তারকার। তবে এবার ফিরছেন পরিচালক জনি ডেপ। ‘মোদি’ নিয়ে উত্তেজিত তারকার অনুরাগীরা।