বাংলা নিউজ > বায়োস্কোপ > Johnny Depp: কানের উদ্বোধনে জনির ছবিকে স্ট্যান্ডিং অভেশন, দর্শকদের ভালোবাসায় আবেগে ভাসলেন অভিনেতা

Johnny Depp: কানের উদ্বোধনে জনির ছবিকে স্ট্যান্ডিং অভেশন, দর্শকদের ভালোবাসায় আবেগে ভাসলেন অভিনেতা

কানের উদ্বোধনে জনির ছবিকে স্ট্যান্ডিং অভেশন

Johnny Depp: কান ফিল্ম ফেস্টিভ্যালে জনি ডেপের ছবিকে সকলে সম্মান জানিয়ে উঠে দাঁড়িয়েছিল। আর এমন ঘটনায় এতটাই মুগ্ধ হয়ে যান অভিনেতা যে তিনি ইমোশনাল হয়ে পড়েন।

২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের (Cannes Film Festival) প্রিমিয়ারে এবার প্রদর্শিত হয় জনি ডেপের (Johnny Depp) ছবি জেনি দু ব্যারি। এই ছবির পরিচালনা করেছেন মাইওয়েন। এই ছবিতে অভিনেতাকে ফ্রেঞ্চ রাজা কিং লুই XV এর চরিত্রে দেখা গিয়েছে।

গত বছর অভিনেতার নামে তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড মানহানির মামলা করেছিলেন। তারপর এই বছর এই ছবির হাত ধরে জনি দুর্ধর্ষ কামব্যাক করলেন। ভ্যারাইটি পত্রিকার তরফে জানানো হয়েছে সেই ট্রায়ালের পর অভিনেতাকে তেমন ভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তবে কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে তিনি টানা ৭ মিনিট ধরে দর্শকদের ভালোবাসা, সম্মানে ভেসে গেলেন। সকলে তাঁকে স্ট্যান্ডিং অভেশন দিলেন। আর গোটা ঘটনায় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।

রাজা লুই XV চরিত্রের জন্য দর্শকরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে তোলেন। হাততালিতে ফেটে পড়ে গোটা হল।

মাইওয়েন তো স্টেজে ওঠেই কেঁদে ফেলেন। তিনি বলেন, 'আমি এই মুহূর্তটা আজ আমি আমার ভালবাসা, প্রযোজক লে প্যাকটের সঙ্গে ভাগ করে নিলাম। এই ছবির প্রযোজনা করা খুব সমস্যার ছিল। আমার ছবির সমস্ত সদস্যের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিচ্ছি।'

এই ছবিতে ১৮ শতকের এক রাজার গল্প দেখানো হয়েছে যিনি একজন যৌনকর্মীর প্রেমে পড়েছিলেন। এই ছবিতে জনি ডেপের সংলাপগুলো খুবই ছোট ছোট রাখা হয়েছে যাতে তাঁর আমেরিকান স্টাইলের উচ্চারণ লুকানো যায়।

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটার আগে এদিন তাঁকে ভালোবাসায় ভরিয়ে তোলেন ভক্তরা। তাঁরা তাঁর জন্য প্ল্যাকার্ড বানিয়েছিলেন। অনেকেই তাঁর সঙ্গে এই সময় কথা বলেন।

গত ১৬ মে থেকে শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্র উৎসব।

বন্ধ করুন