দিনকয়েক আগে একটি ভাইরাল টিভি বিজ্ঞাপনে রণবীর সিং-এর সঙ্গে কাজ করেন পর্ন তারকা জনি সিন্স। পুরুষদের যৌন সুস্থতা ব্র্যান্ড 'বোল্ড কেয়ার'-এর জন্য জনির অভিনয় তোলপাড় ফেলেছিল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি তন্ময় ভাটের সঙ্গে কথোপকথনে একাধিক সাড়া ফেলা মন্তব্য করলেন তিনি।
জনি দাবি করেন যে তিনি অবিবাহিত এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি পর্নোগ্রাফিক শিল্পের সঙ্গে আছেন। নিজের ইন্ডাস্ট্রির বাইরে ডেট করা ‘কঠিন’ বলেই মন্তব্য করেন তিনি। জনি জানান, অতীতে যে কটি সম্পর্কে তিনি ছিলেন তা বিনোদন জগত থেকেই হয়েছিল।
আরও পড়ুন: ‘দলনেত্রী পাশে থেকেছেন…’, পিঙ্কিকে বিচ্ছেদ, শ্রীময়ীকে তৃতীয় বিয়ে, সবটা জানতেন মমতা?
সঙ্গে জনি জানান, পর্ন দেখেন এমন মহিলাদের সংখ্যা ক্রমবর্ধমান। সঙ্গে এই পর্ন তারকা জানান, পুরুষ পর্ন তারকাদের দেখতে পছন্দ করেন সমকামী এবং বাই সেক্সুয়াল পুরুষরাও।
জনির দাবি, পর্ন সিনেমার শিল্পে মহিলাদের গুরুত্বই সবচেয়ে বেশি। এই কাজে যোগ দেওয়ার আগে একজন ঠিকেদার হিসেবে কাজ করতেন তিনি। পর্ন ছবির শ্যুটে লিঙ্গবর্ধক ওযুধ ব্যবহারের কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘পুরুষ তারকারা ব্যাকগ্রাউন্ডের জন্য। তাই সত্যি কথা বলতে গেলে, এখানে নারীর পারফরম্যান্সের জায়গা বেশি। তবে হ্যাঁ, আপনাকে কিছুটা ভালো করতে হবে।’
আরও পড়ুন: ‘সব ওঠা-পড়ায় তুমিই…’! বিয়ের জন্মদিনে ডোনার সঙ্গে ডেটিংয়ের ছবি পোস্ট করলেন সৌরভ
জনি-রণবীরের বিজ্ঞাপন:
বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল ভারতীয় ধারাবাহিকের আদলে। বিজ্ঞাপনটিতে, সিন্স এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যার স্ত্রী তাকে ছেড়ে যেতে চায় কারণ সে বিছানায় ভালো পারফর্ম করতে ব্যর্থ। তাঁদের সেই সমস্যায় হস্তক্ষেপ করে রণবীর সিং এবং জিজ্ঞাসা করেন সমস্যা কী। সিন্সের স্ত্রী দাবি করে যে তাঁর স্বামী, যৌন জীবনে দুর্বল। এরপরেই ওই বিশেষ প্রোডাক্টের মাধ্যমে সমস্যার সমাধান করেন রণবীর। এমনই এক গল্পে নির্মিত বিজ্ঞাপনটি।
আরও পড়ুন: রাজের জন্মদিনে দেখালেন মেয়ে ইয়ালিনিকে, ভিডিয়ো বানিয়ে বরকে শুভচ্ছা শুভশ্রীর
ভারতীয় সিরিয়ালের হাস্যরস ও ড্রামাটিক অ্যাঙ্গেলে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে দেয়। সঙ্গে পর্ন তারকা জনি সিন্সকে নিয়েও শুরু হয় নতুন করে আলোচনা।
আমেরিকান পর্নোগ্রাফিক অভিনেতা জনি সিন্স। তিনি প্রায় ৫০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে তিনি পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। জনি সিন্স পর্নহাব কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এমন একটি পর্নোগ্রাফিক চলচ্চিত্র নির্মাণ করতে, যার শুটিং হবে মহাকাশে। উক্ত চলচ্চিত্রে তার সাথে নারী শিল্পী হিসেবে অভিনয় করবেন ইভা লোভিয়া। এর আনুমানিক খরচ ৩৪ লক্ষ মার্কিন ডলার।