ভারতের অন্যতম প্রথিতযশা নৃত্যশিল্পী তিনি। তাঁর এক্সপ্রেশন, ভঙ্গিমা বারংবার নজর কেড়েছে। তবে তিনি যে কেবল নৃত্যশিল্পী সেটাই নয়, তিনি একজন অভিনেত্রীও বটে। সম্প্রতি এ হেন শিল্পী মালবিকা সেন নৃত্যশিল্পের বিষয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেন। আর তারই একটি নির্দিষ্ট অংশ ভাইরাল হয়ে যায়। কিন্তু আসলে তিনি ঠিক কী বলেছিলেন?
নাচ এবং নৃত্যশিল্পীদের প্রসঙ্গে কী বলেছেন মালবিকা সেন?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে মালবিকা সেন নৃত্যশিল্পীদের প্রসঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান, 'নাট্যশাস্ত্রের মতে সব মেয়েরাই নৃত্যশিল্পী হতে পারে না বা নাচতে পারে না। তাঁদের শারীরিক গঠন এত সুন্দর হলে তবেই তাঁরা লোকের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সবাই ড্যান্সার হতে পারে না। এটা আছে।' একই সঙ্গে তিনি এদিন আরও জানান, 'কিন্তু এখন তো সৌন্দর্যের পরিভাষা বদলে গিয়েছে। আমরা তো সেই বাঁকানো ভ্রু, পটল চেরা চোখ, টিকালো নাক, ফর্সা গায়ের রং এই সৌন্দর্যটাকে তো আমরা এখন মানি না। সৌন্দর্য এখন সর্বাঙ্গীন। সৌন্দর্য এখন সব কিছু মিলিয়ে হয়েছে। তাঁর কথাবার্তা, তাঁর শিক্ষা, চলন, বলন, মানে সব কিছু নিয়ে আমরা সৌন্দর্যের একটা মাপকাঠি তৈরি করেছি।'
কে কী বলছেন?
মালবিকা সেনের এই সাক্ষাৎকারের প্রথম অংশ শুনে যেমন অনেকে অবাক হয়েছেন বা ভুল বুঝেছেন তেমনই গোটা সাক্ষাৎকার শোনার পর মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি এই বিষয়ে লেখেন, 'একদমই ঠিক কথা বলেছেন ম্যাম।' আরেকজন লেখেন, 'আপনি খুবই বড় মাপের নৃত্যশিল্পী। আপনার থেকে অনেক কিছুই শিখি।'
প্রসঙ্গত মালবিকা সেন কেবলই একজন নৃত্যশিল্পী নন। তিনি অভিনেত্রীও বটে। একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন তিনি। বর্তমানে তাঁকে স্টার জলসার জল থই থই ভালোবাসা ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে।