অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জয় গোস্বামীর ভক্তরা। করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন কবি, পরিস্থিতির অবনতি হওয়ায় মাঝে রাখা হয়েছিল সিসিইউ-তে। তবে এখন সুস্থ আছেন জয় গোস্বামী। সোমবার বাড়ি ফিরে গেলন কবি। মার্চের প্রথম সপ্তাহেই স্ত্রীকে নিয়ে এক বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিয়েছিলেন জয় গোস্বামী, তবুও রেহাই পেলেন না করোনার কামড় থেকে।
টিকা নেওয়া সত্ত্বেও জয় গোস্বামী কোভিড পজিটিভ হওয়ায় বেশ চিন্তায় ছিল পরিবার, অবশেষে স্বস্তিতে তাঁরা। বাড়িতে ফিরে আপতত আইসোলেশনেই থাকবেন তিনি। অক্সিজেন স্যাচুরেশন উঠা-নামা করায়, বাড়িতে অক্সিজেনের ব্যবস্থা মজুত রাখা থাকছে।
গত ১৬ই মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি কবি জয় গোস্বামী। দিন কয়েক ধরে অসুস্থ ছিলেন। কয়েক বার বমি করেন।পেটের সমস্যা পাশাপাশি গায়ে জ্বরও ছিল। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই ৬৬ বছর বয়সী কবিকে নিয়ে কোনওরকম ঝুঁকি নেয়নি পরিবার। দিন কয়েক আগেই শঙ্খ ঘোষকে হারিয়েছে বাংলা সাহিত্য জগত, জয় গোস্বামীর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ জন্মেছিল অনেকের মনেই। তবে মারণভাইরাসকে জয় করে ফিরলেন তিনি।