বাংলা নিউজ > বায়োস্কোপ > Joy Sarkar: লাগাতার ৮ ম্যাচে ইস্ট বেঙ্গলকে দুরমুশ করল মোহনবাগান, অমলেট-চিংড়িতে উদযাপন জয়ের

Joy Sarkar: লাগাতার ৮ ম্যাচে ইস্ট বেঙ্গলকে দুরমুশ করল মোহনবাগান, অমলেট-চিংড়িতে উদযাপন জয়ের

মোহনবাগানের জয়ের উদযাপন জয় সরকারের

Joy Sarkar: একটানা লাল হলুদ বাহিনীকে হারিয়েই চলেছে মোহনবাগান। এবার সবুজ মেরুন দলের জয়ে আত্মহারা হলেন সুরকার জয় সরকার। রীতিমত পথে নেমে , অমলেট খেয়ে, চিংড়ি কিনে সেই জয়ের আনন্দ নিলেন তিনি।

লাগাতার ৮টি ম্যাচে মোহনবাগানের কাছে দুরমুশ হয়েছে ইস্ট বেঙ্গল। সবুজ মেরুনের সমর্থকদের উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না। গতকালও ২ গোলে লাল হলুদ বাহিনীকে হারায় মোহনবাগান। আর সেই জয়ের আনন্দে প্রায় আত্মহারা হয়ে গিয়েছেন সুরকার জয় সরকার। মোহনবাগানের এই লাগাতার জয় উদযাপন করতে কী করলেন তিনি জানেন? দেখুন সেটার নজির।

যেহেতু পর পর আটটি ম্যাচ ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান, তাও শেষ ম্যাচে দুই গোলে সেই বিষয় উল্লেখ করে গায়ক তথা সুরকার বলেন, তিনি নাকি সেরা আটটি মুরগির থেকে সেরা দুটো ডিম বেছে তার অমলেট খেয়েছেন আজ! বুঝুন অবস্থা। বাদ দেননি ঘটি বলতে যেটা বোঝে অনেকেই সেই চিংড়িমাছকেও।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'আটটা মুরগির মধ্যে যে ডিম পাড়ার প্রতিযোগিতা হয়েছিল, তার থেকে সেরা দুটো ডিম বেছে নিয়ে মামলেট খাওয়া সুসম্পন্ন হল। গলদা চিংড়ি কেনা হল। তার সাথে হাসিমুখে আটটা ছবিও তোলা হল। রবিবারের সকাল এর থেকে ভালো আর হতে পারেনা!' এই পোস্টে তাঁকে একাধিক ছবি শেয়ার করতে দেখা যায়। সেখানে তাঁকে মোহনবাগানের সমর্থনের একটি জামা পরে হাতে একটি প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে একটি ছবিতে। আরেকটি ছবিতে দুই হাতে গলদা চিংড়ি ধরে পোজ দিয়েছেন মাছ বিক্রেতার সঙ্গে। এছাড়া অন্যান্য ছবিকে তাঁকে তাঁর মোহনবাগান গ্যাংয়ের সঙ্গে দেখা গিয়েছে।

এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার তিনি মোহনবাগানের জয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে মজা মন্তব্য করে ইস্ট বেঙ্গল সমর্থকদের কটাক্ষ করেছেন। পথে নেমে উদযাপন করেছেন। এবারও তার অন্যথা হল না।

অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এঁদের মধ্যে আছেন গায়ক সৌমিত্র রায়ও। তিনি লেখেন, 'চাবুক চাবুক, জয় মোহনবাগান।' আরেক ব্যক্তি মশকরা করে লেখেন ' আমি তো ভেবেছিলাম আজ আটটা ডিমের অমলেট হবে।' অনেকেই তাঁর এই পোস্টে জয় মোহনবাগান ধ্বনি দিয়েছেন।

বন্ধ করুন