৮ জুলাই শুক্রবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। লন্ডনে বউ ডোনা গঙ্গোপাধ্যায় আর মেয়ে সানার সঙ্গে এই বিশেষ দিনটা পালন করলেন তিনি। ছিলেন বন্ধুরাও। লন্ডন আইয়ের সামনে টেমস নদীর ধারে সৌরভের জন্মদিন পালনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘লন্ডন ঠুমাকদা’র তালে নাচও করেন তিনি।
বাইশ গজের বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছেন সৌরভ। দাদাকে চোখে হারায় ভক্তরা। সঙ্গে দাদার ব্যক্তিগত জীবন নিয়েও তাঁদের কম কৌতুহল থাকে না। এমনকী সৌরভ-ডোনার সম্পর্কের ব্যাপারে ‘দাদাগিরি’তে এসে প্রশ্ন করেন তারকারা। যেমন করেছিলেন সুরকার জয় সরকার।
দাদাগিরিতে এসে সৌরভকে জানিয়েছিলেন, ১৯৯৯ সালে সৌরভ-ডোনার সঙ্গে একই ফ্লাইটে চড়েছিলেন তিনি সেবার। একসঙ্গে বঙ্গ সম্মেলনে গিয়েছিলেন তাঁরা। ডোনা-সৌরভ আর জয়-লোপামুদ্রা মিত্র। তখনই তিনি দেখেছিলেন ডোনার মেকআপ ব্যাগ কলকাতা থেকে সিঙ্গাপুর আবার সিঙ্গাপুর থেকে সান ফ্রান্সিসকো অবধি যখনই হেঁটেছিলেন হাতে ছিল সৌরভের।
একথা শুনে মহারাজের জবাব, ‘আমি এত কাজ করেছি এটাই তুমি মনে রেখেছ’! সঙ্গে এও বলেন, ‘প্রথম কোনও বরকে দেখলাম যে বউয়ের ব্যাগ বইতে রাজি।’
এই এপিসোডেই জয় সরকার সৌরভকে প্রশ্ন করেন, গ্রেগ চ্যাপেলের জন্য যখন ৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন, খেলতে হত ঘরোয়া ক্রিকেট তখন নিজেকে কীভাবে সামলেছিলেন। যার জবাবে সৌরভ জানান, ‘আমার কাছে ওটা সেভাবে চ্যালেঞ্জিং লাগেনি। কারণ তার আগে ১১ বছর আমীি আন্তর্জাতিক ক্রিকেট খএলে ফেলেছি। হ্যাঁ ৭ বছর আগে হলে হয়তো ভয় পেতাম। ভাবতাম কেরিয়ার শেষ। কিন্তু তখন আমার নিজের ওপর ভরসা ছিল। যেই সিরিজের পর আমায় বসিয়ে দেওয়া হয় আমি ওটাও ভালো খেলেছিলাম। ২টো সেঞ্চুরি করেছিলাম।’