গত মাসে অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ‘পাতাল লোক ২’। ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর ভূমিকায় অভিনয় করে আরও একবার প্রশংসা করিয়েছেন জয়দীপ আহলাওয়াত। যে ব্যক্তির ওপর নির্ভর করে গোটা সিরিজটি তৈরি হল, তাঁর পারিশ্রমিক যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য। কিন্তু তা বলে ২ কোটি টাকা? সত্যিই কি তাই?
একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, পাতাল লোক প্রথম সিজনে অভিনয় করার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা। দ্বিতীয় সিজনে অভিনয় করার জন্য একেবারে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন জয়দীপ। এই খবরটি কি সত্যিই?
আরও পড়ুন: হাবড়ার শ্রীচৈতন্য কলেজে এসে না গান গেয়েই ফিরে গেলেন কুণাল গাঞ্জাওয়ালা, কেন বাধা দিল পুলিশ?
আরও পড়ুন: গান গাইছিলেন হার্ডি সান্ধু, হঠাৎ এসে ধরে নিয়ে গেল পুলিশ? কী জানা যাচ্ছে?
সম্প্রতি HT - এর সঙ্গে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে জয়দীপ বলেন, এই টাকার কথা আমিই জানতাম না। আমাকে তো আগে জানানো উচিত ছিল। এই টাকা দিয়ে কিছু একটা করতে পারতাম। এত টাকা কোথায় গেল? কোথায় হারিয়ে গেল এত টাকা?

পারিশ্রমিক ছাড়াও ছোটবেলার বন্ধু প্রসঙ্গে জিজ্ঞাসা করায় জয়দীপ বলেন, সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে আমার ৪ সহপাঠীকে দেখা গেছে। বিজয় শর্মা, সানি হিন্দুজা, রাজকুমার রাও এবং প্রভাত। ছবিটি ২০০৭ সালের। এখনও একসঙ্গে দেখা হলে আমরা পুরনো দিনের কথা বলি। আগের থেকে যোগাযোগ কমে গেছে কিন্তু ফোনের মাধ্যমে কথা বলি আমরা।

‘পাতাল লোক ২’ নাগাল্যান্ডের পটভূমিতে মাদক পাচারকারী, যৌন শিকারী, ছোট ছোট শিশুদের প্রতি অত্যাচারের গল্প দেখানো হয়েছে। সুদীপ শর্মা রচিত এবং অবিনাশ অরুণ পরিচালিত এই সিনেমায় জয়দীপ ছাড়া অভিনয় করেছেন প্রশান্ত তামাং, তিলোত্তমা সোম, নিকিতা গ্রোভার সহ আরও অনেকে।
আরও পড়ুন: অভিনেতা হওয়ার ইচ্ছেই ছিল না! তাহলে কেরিয়ার নিয়ে কোন স্বপ্ন দেখেছিলেন সলমন খান?
আরও পড়ুন: শুভশ্রীকে জড়িয়ে হাউহাউ কান্না, এদিকে হাসি ইউভান-ইয়ালিনির মায়ের মুখে, কী হচ্ছে?
জয়দীপ পাতাল লোক সিরিজ ছাড়াও অভিনয় করেছেন জানে জান, মহারাজ, দ্যা ব্রোকেন নিউজ, রাজি, কম্যান্ডো, খাট্টা মিঠা, গ্যাংস অফ ওয়াসিপুর সহ বহু সিনেমায়।