টলিউডে নতুন বিতর্ক। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। অভিযোগকারী প্রযোজক রানা সরকার। তাঁর দাবি, বাংলাদেশের তারকা শাকিব খানের ৩০ লক্ষ টাকা নিয়ে 'পালিয়ে' গিয়েছেন জয়জিৎ।
কিন্তু কেন এই বিতর্ক?
মঙ্গলবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন জয়জিৎ। সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। অভিনেতা লেখেন, 'এক প্রযোজক প্রথমে আর্টিস্ট থেকে ভেন্ডর সবার টাকা মারে। নামকরা কবি থেকে অভিনেতা পরিচালককে নিয়ে ছবি শুরু করে মাঝপথে বন্ধ করে দেয়। নির্লজ্জের মতন সোশ্যাল মিডিয়াতে জ্ঞান দান করে আর সবার সাথে ছবি দেয়। আজব জীব।'
দিন কয়েক আগেই সাপ্লায়ার্স গিল্ডের সঙ্গে সমস্যার কারণে 'বেহায়া'-সহ আরও অনেকগুলি ছবির শ্যুট বন্ধ রাখার কথা জানিয়েছিলেন রানা। ঘটনাচক্রে তার পরেই জয়জিতের এই পোস্ট।
রানার ধারণা, তাঁকে উদ্দেশ্য করেই জয়জিৎ কথাগুলি লিখেছেন। চুপ থাকেননি তিনিও। কিছু ক্ষণের মধ্যে জয়জিতকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন প্রযোজক। লেখেন, 'ওঁর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন, কেউ শাকিব খানকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন...'।
নিজের বিরুদ্ধে এই অভিযোগ সম্পর্কে অবগত জয়জিৎ। হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, 'ওঁর (রানা সরকার) কথাকে আমি গুরুত্ব দিই না। শিরোনামে আসার জন্য উনি এ ধরনের কথা বলে থাকেন। উনি আমার পরিবারকে টেনেছেন। সেটা আমি মেনে নেব না। ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।'
জয়জিৎ জানান, তাঁকে নিয়ে করা রানার পোস্টটি আর দেখতে পাচ্ছেন না অভিনেতা। তাঁর বক্তব্য, 'জানি না, পোস্টটি উনি ডিলিট করে দিয়েছেন কি না। বা হয়তো এমন কিছু করেছেন যাতে আমি দেখতে না পাই। তবে আমি আমার পোস্টে কারও নাম করিনি। তার মানে সেখানে উল্লেখিত অভিযোগগুলির সঙ্গে উনি নিজের কাজকর্মের মিল পেয়েছেন!'
শাকিবের সঙ্গে পরিচয় আছে? কখনও কোনও আর্থিক লেনদেন হয়েছিল তাঁর সঙ্গে? প্রশ্ন করতেই জয়জিতের উত্তর, 'বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গেই পরিচয় আছে। শাকিবকেও চিনি। খুব শীঘ্রই ওঁর বক্তব্য জানবেন আপনারা। সত্যিটা সবার সামনে আসবে। ইতিমধ্যেই ওঁর সহকারীর সঙ্গে যোগাযোগ করেছি। খুব শীঘ্রই শাকিবের সঙ্গেও কথা হবে।'
রানা-জয়জিতের বিতণ্ডার শেষ কোথায়? শাকিবের বক্তব্যেই হবে মুশকিল আসান?এখন সেটাই দেখার।