আরজি কর হাসপাতালে যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটে গিয়েছে তার প্রতিবাদে সরব সমাজের সর্ব স্তরের মানুষ। বাদ যায়নি টলিউডের তারকারাও। সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতাদের সামনের সারি থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কিন্তু ধীরে ধীরে কি প্রতিবাদ মিছিলে কমছে তারকাদের উপস্থিতি? সকলে উৎসবে না ফিরলেও, কাজে ফিরছেন কি আবার? কী জানালেন অভিনেতারা?
কী জানালেন টলিউডের তারকারা?
এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, 'ডাক্তাররা কর্মবিরতির সঙ্গে অভয়া ক্লিনিক চালাচ্ছেন। তাই কাজের সঙ্গেই প্রতিবাদ চলবে। পুজোর সময় শ্যুটিং বন্ধ থাকবে ৪-৫ দিন। তাই এখন এপিসোড ব্যাংকিং করে রাখার চাপ তো আছেই।' তবে সুদীপ্তা স্পষ্ট জানিয়েছেন 'পরিচিত মুখ থাকলেই সেই প্রতিবাদ, অন্যথায় নয় এমনটা নয়। এটা সাধারণ মানুষের প্রতিবাদ। রিকশা চালক থেকে সুইগি জোম্যাটোর ডেলিভারি বয়রাও প্রতিবাদে অংশ নিয়েছেন আবার কাজ করেছেন।'
সৌমিতৃষা কুন্ডুকে এই একমাস যাবৎ চলা প্রতিবাদ মিছিলের কোথাও দেখা যায়নি। কিন্তু কেন? এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন তিনি কাজে ব্যস্ত আছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিবাদ জানানোর পাশাপাশি সকলকে এতে অংশ নেওয়ার কথাও বলেছেন। অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় সক্রিয়ভাবে এই আন্দোলনে যুক্ত থাকলেও সম্প্রতি তিনি পর্ণশবরীর শাপ সিরিজের শ্যুটিং শুরু করেছেন।
তবে জয়জিতের কথায় শিল্পীরা সময় বের করে অংশ নিচ্ছেন। আর যাঁরা আসতে পারছেন না তাঁরা শ্যুটিং বা কাজের চাপে আসতে পারছেন না বলেই দাবি করেন তিনি। প্রসঙ্গত অভিনেতার বিরুদ্ধে একাধিক যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। যদিও তিনি সেসবই অস্বীকার করেছেন।
এছাড়াও টলিউডের এক শিল্পী এই বিষয়ে জানিয়েছেন, যাঁরা প্রতিবাদে নেমেছেন, মিছিলে হাঁটছেন সবই স্বইচ্ছায়। কেউ কোনও চুক্তিতে সই করে মিছিলে হাঁটছেন না।