বাংলা নিউজ > বায়োস্কোপ > Joyjit Banerjee on Bonny Sengupta: 'ওর মধ্যে অস্বচ্ছতা দেখিনি', বিতর্ক, বিদ্রুপের মাঝেই বনির হয়ে সওয়াল জয়জিতের

Joyjit Banerjee on Bonny Sengupta: 'ওর মধ্যে অস্বচ্ছতা দেখিনি', বিতর্ক, বিদ্রুপের মাঝেই বনির হয়ে সওয়াল জয়জিতের

বিতর্ক, বিদ্রুপের মাঝেই বনির হয়ে সওয়াল জয়জিতের

Joyjit Banerjee on Bonny Sengupta: নিয়োগ দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তর নাম জড়িয়েছে। ইডির তরফে দুবার ডেকে পাঠানো হয় তাঁকে। চলছে জোর চর্চা। এবার তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তর। শুধু যোগাযোগ ছিল যে সেটাই নয়। তাঁর থেকে ৪০ লাখ টাকাও নিয়েছিলেন অভিনেতা। কিন্তু এটা কীসের টাকা সেটা নিয়েই শুরু হয়েছে চর্চা। ইডির তরফেও চলে জিজ্ঞাসাবাদ। যদিও অভিনেতা জানিয়েছেন এটা তিনি তাঁর কাজের জন্য পেয়েছেন। একটি শোয়ের জন্যই ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি কুন্তল থেকে।

ইতিমধ্যেই বনির বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। কিছুদিন আগেই অঙ্কিতা চক্রবর্তী তাঁর নাম না করে 'অনুদান' নেওয়া নিয়ে খোঁচা দেন। বাদ যাননি শ্রীলেখা মিত্র এবং রানা সরকার। তাঁরাও অভিনেতার বিরুদ্ধে সরব হন। তবে এবার তাঁর বিপক্ষে নয়, বরং তাঁর হয়ে সওয়াল করলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজারের তরফে জয়জিতের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়। তখন বনির প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা শিল্পী। কাজ করি এবং তার জন্য পারিশ্রমিক নিই। জিএসটি কেটে যেটা হয় সেই টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে সোজা। আর যদি কখনও মাচা শো করি তাহলে সেটার জন্য আর্টিস্ট কো অর্ডিনেটর থাকে। ওঁরা সবটা দেখে নেন। ফলে এসব বিষয় জানা যায় না যে আয়োজকদের কাছে কোথা থেকে কীভাবে টাকা আসছে। যেমন যাঁরা চাকরি করেন তাঁরা কি জানতে পারেন কোম্পানির টাকা কোথা থেকে আসছে? এক্ষেত্রেও ব্যাপারটা তাই।'

তিনি আরও বলেন, 'বনিকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। আমি কখনই ওর মধ্যে কোনও অস্বচ্ছতা দেখিনি।'

সম্প্রতি ইডির দফতরে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সাংবাদিকদের বনি যা জানিয়েছিলেন তাতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, 'আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার উপর কেউ কথা বলতে পারে না।' এতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে চরম ট্রোলিং।

বন্ধ করুন