জুনিয়র এনটিআর-এর ছবি সিমহাদ্রি-র পুনরায় মুক্তি ঘিরে উত্তেজনা। অনুরাগীদের ফাটানো বাজিতে ক্ষতিগ্রস্ত সিনেমাহল। ঘটনাটি ঘটেছে শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। জানা যাচ্ছে, আগুনে পুড়ে গিয়েছে অপ্সরা সিনেমাহলের বেশকিছু আসন। ঘটনার পর বাতিল করা হয় সিনেমার প্রদর্শন। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। সিনেমাহল থেকে দর্শকদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল জুনিয়র NTR-এর ছবি সিমহাদ্রি। ছবিটি ৪-কে তে মুক্তি দেওয়া হয়েছিল। আর সেই ছবি ঘিরেই অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। জানা যাচ্ছে, ছবি দেখতে এসে প্রেক্ষাগৃহের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন কিছু অনুরাগী। আর সেখান থেকেই সিনেমাহলে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বেশকিছু আসন পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কথা টুইটারে উঠে আসার পর বেশকিছু নেটনাগরিক বিরক্তি প্রকাশ করেছেন। এক নেট নাগরিক লিখেছেন, ‘এ ধরনের আচরণ সহ্য করা যায় না। সম্পত্তি ক্ষতির জন্য কে ক্ষতিপূরণ দেবে?’ কারোর কথায়, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। থিয়েটার মালিককে কিছু উগ্র ভক্তের শিকার হতে হয়েছে।’
আরও পড়ুন-অরিজিতের গাওয়া গানের তীব্র নিন্দা! আক্রমণের মুখে বক্তব্য স্পষ্ট করলেন অনুরাধা পড়োয়াল
প্রসঙ্গত জুনিয়র NTR- অভিনীত সিমহাদ্রি ছবিটি পরিচালনা করে এসএস রাজামৌলি। এটা ছিল জুনিয়ার এনটিআরের সঙ্গে জুটি বেঁধে রাজামৌলির দ্বিতীয় ছবি। তার আগে জুনিয়ার এনটিআরকে নিয়ে স্টুডেন্ট নং ১-বলে একটি ছবি তৈরি করেছিলেন রাজামৌলি। জুনিয়র এনটিআর-এর ৪০তম জন্মদিন বড় করে উদযাপনের জন্য তাঁর এই ছবিকে পুনরায় মুক্তি দেওয়া হয়। ছবিটি সপ্তাহান্তে তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির প্রথমদিনেই সিমহাদ্রি বক্স অফিস কালেকশন ৫.১৪ কোটি টাকা বলে জানা যাচ্ছে।
জুনিয়র এনটিআর এই মুহূর্তে তাঁর তেলুগু ছবি ‘দেবরা’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই জুনিয়ার এনটিআরের এই ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর, সইফ আলি খানের মতো বলি তারকারা। এই ছবির হাত ধরেই তাঁরা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন। কয়েক সপ্তাহ আগেই এই ছবির শ্যুটিং করেছেন সইফ আলি খান। সেই শ্যুটিংয়ের ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছিল।