জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর ও সইফ আলি খান অভিনীত ‘দেবরা পার্ট ১’ মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। সোমবার মুম্বইয়ে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানে ছবিটির ট্রেলার লঞ্চ করা হল। তবে এই ট্রেলার নিয়ে যতটা উত্তেজনা ছিল সোশ্যাল মিডিয়াতে, কার্যক্ষেত্রে দেখা গেল তার উল্টোটাই হয়েছে। একেবারে ভালো লাগে নি নেট-নাগরিকদের, মন্তব্যে ভরে গিয়েছে সামাজিক মাধ্যম।
আরও পড়ুন: এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন!
কোরাতলা শিভা পরিচালিত ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে এমন এক গল্প দেখা গিয়েছে যা ‘সমুদ্রকে লাল করে’ দেয়। যেখানে সইফের চরিত্র ও তাঁর দলবল থাকে, যাদের মধ্যে ভয়ের কোনও স্থানই নেই। তবে জুনিয়র এনটিআরের চরিত্র আসতেই, বদলে যায় হিসেব। এনটিআরের চরিত্রকে পরাস্ত করার চেষ্টা করতে থাকে সইফ, যে তাদের ভয় শিখিয়েছে। জাহ্নবীকে এক গ্রাম্য মহিলার চরিত্রে দেখানো হয়েছে, তিনি জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে রয়েছেন।
আরও পড়ুন: ‘বঙ্গবানরা মমতাকে চটিপিসি, চটিবুড়ি নামে ডাকছেন, এরাই নাকি আরজি করের…’, পোস্ট কবীর সুমনের! বিঁধলেন বাম-রামকে
আশা করা হয়েছে, জুনিয়র এনটিআরেরর RRR-এর মতোই ব্লকবাস্টার হতে চলেছে এই সিনেমা। তবে ‘দেবরা পার্ট ১’-এর ট্রেলার দেখে নেটিজেনরা বেশ হতাশ। ‘হতাশাজনক ট্রেলার! একই পুরনো দক্ষিণী সিনেমার ফর্মুলা, নতুন বা উত্তেজনাপূর্ণ কিছু নেই। এটা দেখতে সিনেমাহলে টিকিট কাটার কোনো মানই হয় না। প্যান-ইন্ডিয়া রিলিজ নয়, ইউটিউব বা ওটিটি-র জন্য উপযুক্ত।’ দ্বিতীয়জন লেখেন, ‘আমার কাছে #DevaraTrailer একেবারে আবর্জনা। আমি এমনিতে লার্জার দ্যান লাইফ মুভি পছন্দ করি তবে এটি খুব অবাস্তব বলে মনে হয়েছে। সেই হাঙরের দৃশ্য তো একটা কৌতুক। তবে একটা জিনিস হল, সবাই এই সিনেমাটা নিয়ে কথা বলছে।’
আরও পড়ুন: উধাও লম্বা চুল, নতুন হেয়ার কাটের সঙ্গে টুপি পরে শাহরুখ! এ কেমন চুল কাটলেন বাদশা
শাহরুখ খানের ২০২৩ সালের হিট সিনেমা জওয়ান এবং রণবীর কাপুরের সিনেমা শামশেরা (২০২২)-এর সঙ্গে স্টোরিলাইনের তুলনা করে, অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শেয়ার করেছেন, ‘#DevaraTrailer ঠিক আছে ঠিক আছে। কিন্তু জওয়ান/ শামশেরার মতো একই গল্প তাই আমি কিছুটা হতাশ বোধ করছি। কয়েকটা শট অসামান্য। SaifAliKhan ল্যাংড়া ত্যাগীর ভাইবস দেয়। ট্রেলার মোটামুটি। আশা করি সিনেমায় চমক থাকবে।’