বাংলা নিউজ > বায়োস্কোপ > Jubilee Review: ভারতীয় সিনেমার স্বর্ণযুগের গল্প বলে ‘জুবিলি’, ছাপোষা বিনোদ হন তারকা ‘মদন কুমার’

Jubilee Review: ভারতীয় সিনেমার স্বর্ণযুগের গল্প বলে ‘জুবিলি’, ছাপোষা বিনোদ হন তারকা ‘মদন কুমার’

‘জুবিলি’ রিভউ

হ্যাঁ, এই গল্প ‘মদন কুমার’-এর তারকা হয়ে ওঠার গল্প। বিশ্বস্ত ফাই ফরমাশ খাটা কর্মচারী বিনোদ দাসকে তারকা ‘মদন কুমার’ তারকা বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন বোম্বে টকিজে স্টুডিওর এর মালিক শ্রীকান্ত রয়। যদিও তার পিছনে রয়েছে আরও অনেক গল্প, রাজনীতি, ষড়যন্ত্র, দাঙ্গা, জটিলতা সহ আরও অনেক কিছু।

‘ম্যায়নে আপনি জিন্দেগি মে যো কুছ কিয়া, সায়দ সব গলত কিয়া, পর আপনে কিয়ে পর পসতানা মেরি উসুলো কে খিলাফ হ্যায়’। এই সেই ডায়ালগ যেটা কিনা ‘জুবিলি’র ৫টি এপিসোড দেখার শেষে বারবার কানে বেজে চলেছে। গোটা (প্রথম) সিজনে একাধিক বার ঘুরে ফিরে এসেছে এই ডায়ালগটি। যেটি কিনা আসলে ফিল্ম তারকা 'মদন কুমার'-এর ডায়ালগ। হ্যাঁ, এই গল্প ‘মদন কুমার’-এর তারকা হয়ে ওঠার গল্প। বিশ্বস্ত ফাই ফরমাশ খাটা কর্মচারী বিনোদ দাসকে তারকা ‘মদন কুমার’ তারকা বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন রয় টকিজে স্টুডিওর এর মালিক শ্রীকান্ত রয়। যদিও তার পিছনে রয়েছে আরও অনেক গল্প, রাজনীতি, ষড়যন্ত্র, দাঙ্গা, জটিলতা সহ আরও অনেক কিছু। পাশাপাশি বিক্রমাদিত্য মোতয়ানের 'জুবিলি'-তে উঠে এসেছে ৪-এর দশকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি, তার নানান ওঠাপড়া। তখন অবশ্য 'বলিউড' বলে কিছুই ছিল না। সেসময় সিনেমা বানানো নিয়ে চলেছিল নানান পরীক্ষা নিরীক্ষা। নানান পরিবর্তনের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। এত তথ্য-প্রযুক্তি তখন কোথায় কী! শ্যুটিং হত মূলত স্টুডিয়োতেই। প্লে-ব্যাক গানেরও চল ছিল না, তবে তা ধীরে ধীরে এল…। অবিভক্ত ভারতে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি ও করাচি, লাহোরেও ছিল অভিনয়ের আরও এক দুনিয়া, থিয়েটারের চল, সেসবই উঠে এসেছে 'জুবিলি' তে।

বিক্রমাদিত্য মোতওয়ানে ‘জুবিলি’র শুরুটা হয় 'রয় টকিজ'-এর মালিক শ্রীকান্ত রয় (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ও তাঁর তারকা স্ত্রী সুমিত্রা কুমারী(আদিতি রাও হায়দারি)র কথোপকথনের মধ্যে দিয়ে। যে চরিত্রগুলি আসলে কিনা ভারতীয় সিনেমার দুনিয়ার প্রথম 'পাওয়ার কাপল' হিমাংশু রায় ও তাঁর অভিনেত্রী স্ত্রী দেবিকা রানির আদলে তৈরি বলেই মনে হয়েছে। হিমাংশুর বোনপো, দেবিকার অন্যতম নায়ক ছিলেন অশোককুমার। অশোককুমারের চরিত্রটিই হয়তবা এখানে মদনকুমার হিসাবে তুলে ধরা হয়ছে। যদিও ওয়েব সিরিজের বাকি গল্পের সঙ্গে হিমাংশু রায়, দেবিকা রানি কিংবা অশোক কুমারের জীবনের গল্পের সেঅর্থে কোনও মিল নেই। পুরো বিষয়টিই পরিচালক তাঁর নিজের মতো করে সাজিয়েছেন। গল্পে শুরুতে দেখা যায় থিয়েটার অভিনেতা জাহাঙ্গির খানকে ‘মদন কুমার’ নাম দিয়ে লঞ্চ করতে চলেছেন ‘রয় টকিজ’-এর মালিক শ্রীকান্ত রায়। এদিকে দেশভাগের প্রাক্কালে দাঙ্গায় জাহাঙ্গিরের খোঁজ মেলেনি। সেই সুবাদে বিশ্বস্ত ফাই ফরমাশ খাটা কর্মচারী বিনোদ দাসকে তারকা ‘মদন কুমার’ বানানোর চ্যালেঞ্জ নেন শ্রীকান্ত রায়। যদি স্বপ্নটা ছিল মূলত বিনোদের-ই। যদিও তার জন্য নানান বাধা-বিপত্তি, জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় শ্রীকান্ত ওবিনোদকে। জুবিলির এক ডায়ালগ রয়েছে, 'কুছ লোগমে কামাল কি বাত হোতি হ্যায়, আগর কোয়ি উনহে উনকি হককি জাগা না দে, তো বো ছিন কর আপনি জায়া বনা লেতি হ্যায়।' এই ডায়ালগ-ই গল্পের বিনোদে দাসের মদন কুমার হয়ে ওঠের গল্পে অনেক কিছু স্পষ্ট করে দেয়। তবে বিনোদ দাসের (অপরাশক্তি খুরানা) মদনকুমার হওয়ার সঙ্গে উঠে আসে দেশভাগের গল্প, সঙ্গে রয়েছে আরও অনেক ছোট ছোট গল্প, একাধিক চরিত্র। রয়েছে দেশভাগে 'শরণার্থী' হয়ে করাচি থেকে মুম্বইয়ে চলে আসা চিত্রনাট্যকার জয় খান্নার (সিদ্ধান্ত গুপ্তা) গল্প। যদিও এই গল্পটা এখনও শেষ করেননি পরিচালক। যৌনকর্মী নিলোফার কুরেশির (ওয়ামিকা গাব্বি) গল্পও বলেছে 'জুবিলি'। আর এই চরিত্রগুলিকে সঙ্গে জুড়ে রয়েছে প্রযোজক সামসের সিং ওয়ালিয়া (রাম কাপুর), রত্মা দাস (বিনোদ দাসের স্ত্রীর ভূমিকায় ছিলেন শ্বেতা বসু প্রসাদ) সহ আরও বেশকিছু চরিত্র।

তবে একটা কথা না বললেই ওয়েব সিরিজে প্রতিটি চরিত্রকেই ভীষণ নিখুঁত, ডেটেলিং-এর মধ্যে দিয়ে তুলে ধরেছেন পরিচালক। প্রতিটি চরিত্রেরই একটা আলাদা আলাদা স্তর রয়েছে। ওয়েব সিরিজের গল্পের প্রয়োজনে গল্পের প্রেক্ষাপটও ৪-এর দশকের মতো করেই সাজানো হয়েছে। সেসময়কার রাস্তাঘাট, চরিত্র, তাঁদের পোশাক, সাজগোজ, গাড়ির মডেল, সেসময়কার রেলগাড়ি, তার ইঞ্জিন, ট্রেনের কামরা, সবটাই নিখুঁতভাবে গল্পের প্রয়োজনে গড়ে তুলেছেন পরিচালক। নিজ নিজ চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, রাম কাপুরের অভিনয় ছিল প্রশংসনীয়। তবে বিনোদ দাসের চরিত্রে মুগ্ধ করেছেন অপরাশক্তি খুরানা। অপরাশক্তি এই সিরিজে তাঁর সেরা অভিনয়টাই তুলে ধরেছেন বলা চলে। তবে সবথেকে বেশি নজর কাড়ে জয় খান্নার চরিত্রে সিদ্ধান্ত গুপ্তা ও যৌনকর্মী নিলোফারের ভূমিকায় ওয়ামিকা গাব্বির অভিনয়। ওয়ামিকা তাঁর চোখের ভাষাতেই অভিনয়ের অর্ধেকটা কাজ করে ফেলেছেন। আর শরণার্থী হয়ে করাচি থেকে আসা, সোজা সরল, থিয়েটার অভিনেতা, চিত্রনাট্যকার জয় খান্নার শরীরি ভাষাও অসাধারণ বললে কম বলা হয়।

পরিচালকের পাশাপাশি 'জুবিলি'র সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ, সম্পাদক আরতি বাজাজের প্রশংসা করতে হয় বৈকি। প্রতীক শাহ জন্যই 'জুবিলি' দৃশ্যায়ন নজর কেড়েছে। অমিত ত্রিবেদীর করা মিউজিকও প্রশংসনীয়, সিরিজের গানগুলিও ৪-৫-এর দশকের সিনেমার গানের মতো করেই বানানো হয়েছে। অলোকনন্দা দাশগুপ্তের বানানো ব্যাকগ্রাউন্ট স্কোরও যথোপযোগী। তবে সব ভালোর পরও যেটা নিয়ে মন খুঁতখুঁত রয়েছে তা হল দীর্ঘ এপিসোড। ‘জুবিলি’র প্রতিটা এপিসোড যেন বড়বেশি দীর্ঘ, যা অনেকসময়ই অধৈর্যের কারণ হয়ে ওঠে। পরিচালক চাইলে হয়ত, কেটেছেঁটে এপিসোডগুলি আরও একটু ছোট করতেই পারতেন। ডায়ালগগুলিও কখনও কখনও যেন বড় বেশি ভারি বলে মনে হয়েছে। যদিও গল্প বলার এখনও বেশকিছুটা বাকি। খুব শীঘ্রই আমাজন প্রাইমে আসছে 'জুবিলি'র দ্বিতীয় সিজন। প্রথম ভাগে যেমন বিনোদন দাসের 'মদন কুমার' হওয়ার গল্প রয়েছে, তেমনই দেখার নানান কঠিন পরিস্থিতি কাটিয়ে জয় খান্নার সিনেমা বানানোর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান কিনা?

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘সৌমী আমার প্রেমিকা নন’, দাবি কবীর সুমনের! চেনেন গায়কের ৫ম বউকে, বাংলাদেশী গয়িকা 'কল মি বে'-তে ওরির ক্যামিও নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অনন্যা! মুখ খুললেন অরি ‘‌এসএসকেএম এক নতুন রেকর্ড গড়েছে’‌, এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী কী হয়েছিল ২০১০ সালে? ফিরে দেখা শিলদার EFR ক্য়াম্পে মাও হামলা, রইল ছবি ভিডিয়ো: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইগামী ফ্লাইট ধরধরল টিম ইন্ডিয়া অ্য়াকশন মোডে রানাঘাট পুলিশ, রাতের অভিযানে মিলল কেজি-কেজি বাজি, গ্রেফতার ৩ বিষক্রিয়ায় মৃত্যু! বউমা ও ছেলের শ্বশুরবাড়ির বিরুদ্ধে FIR র‍্যাপার অভিনবের বাবার পড়ুয়াদের পাতে দু’‌দিন সেদ্ধ ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের, মিড–ডে মিলে বড় পদক্ষেপ IND vs ENG সিরিজ হারের পরে ইংল্যান্ড তারকাদের অজুহাত দেখে অবাক অশ্বিন রিচার পুষ্পা স্টাইলে সেলিব্রেশন,কণিকার ভাংড়া- GG-কে হারিয়ে উচ্ছ্বসিত RCB-ভিডিয়ো

IPL 2025 News in Bangla

Hundred-এ IPL-র মালিকরা! ভারতীয় ক্রিকেটাররা অন্য লিগ খেলবে? কী হবে পাক তারকাদের? কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.