বলিউডের একজন অন্যতম বিখ্যাত অভিনেতা রাজ বব্বর। নায়ক বা খলনায়ক, যে চরিত্রই তিনি অভিনয় করেছেন, সেটাই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ব্যক্তিগত জীবন নিয়েও বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন রাজ। দুই ছেলেমেয়ে থাকা সত্ত্বেও করেছিলেন দ্বিতীয় বিয়ে, যদিও দুর্ভাগ্যবশত দ্বিতীয় স্ত্রীকে বাঁচিয়ে রাখতে পারেননি তিনি।
রাজ বব্বরের প্রথম স্ত্রী নাদিরার সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৭৫ সালে। দুই সন্তান জুহি এবং আর্য হওয়ার পরেও ফের একটি সম্পর্কে জড়িয়ে পড়েন রাজ। অভিনেত্রী স্মিতা প্যাটেলের সঙ্গে রাজের সম্পর্ক তৈরি হয়, অতঃপর বিয়ে। তবে দুর্ভাগ্যবশত প্রতীক জন্ম নেওয়ার পরেই মারা যান স্মিতা। রাজের দ্বিতীয় স্ত্রীকে কি কখনও মেনে নিতে পেরেছিলেন প্রথম স্ত্রী এবং সন্তানরা?
লেহরেন টিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে রাজ বব্বরের মেয়ে জুহি বব্বর বলেন, আমার যখন মাত্র ৭ বছর বয়স, তখনই বাবা আমাকে তাঁর দ্বিতীয় বিয়ের কথা শেয়ার করেছিলেন। তবে আমরা সকলেই এটি মেনে নিয়েছিলাম। স্মিতা আন্টির সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো ছিল।
রাজ বব্বর তাঁর দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, ১৯৭৪ সালে আমার প্রথম বিয়ে হয়। ১৯৭৬ সালে মেয়ের জন্ম হয়। মেয়ের জন্ম হওয়ার পর স্ত্রীকে তাঁর মায়ের কাছে রেখে আমি মুম্বই চলে আসি। এরপর ১৯৭৯ সালে আমার স্ত্রী আসেন মুম্বই, জন্ম হয় ছেলের। সবকিছুই ঠিক ছিল। নিখুঁত ছিল।
আরও পড়ুন: ডেবিউ করেই ভয় পেয়ে বলিউড ছাড়তে চেয়েছিলেন হৃতিক! কেন?
রাজ বলেন, ১৯৮২ সালে ‘ভিগি রাতে’ শুটিংয়ের সময় স্মিতার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। আমার স্ত্রী এই সম্পর্কের কথা বুঝতে পেরেছিলেন। সব থেকে বড় কথা, আমার মেয়ে জুহি স্মিতাকে ভীষণ ভালোবাসত। আমার দ্বিতীয় বিয়েতে আপত্তি ছিল না কারোর। সবকিছুই খুব স্বাভাবিক ভাবেই চলেছে।
প্রসঙ্গত, স্মিতার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে রাজ যখন সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন, ঠিক সেই সময় আচমকা একটা ঝড়ে সবকিছু ভেঙে যায়। প্রতীক বব্বরের জন্মের মাত্র ১৫ দিন পর মারা যান স্মিতা। তবে দ্বিতীয়বার বিয়ে করলেও প্রথম স্ত্রী এবং সন্তানদের সঙ্গে খুব ভালো সম্পর্ক অভিনেতার।