জুহি চাওলার জন্মদিন আজ। ৫৭ বছরে পা দিলেন অভিনেত্রী। বলিউডের ৯০ দশকের অন্যতম হিট অভিনেত্রী তিনি। কিন্তু তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কিরি অজানা তথ্যগুলো জানেন?
আরও পড়ুন : মেলালেন, তিনি মেলালেন- অতীতে আক্রমণ, এবার সেই SVF -এর সঙ্গেই সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'র প্রযোজনা রানার
জুহি এবং জয়ের সম্পর্ক
কারোবার ছবিটির শ্যুটিংয়ের জন্য জুহি চাওলা তখন দক্ষিণ আফ্রিকায় যাচ্ছিলেন। সেই সময়ই রাকেশ রোশনের দেওয়া একটি নৈশভোজের পার্টিতে প্রথমবার জয় মেহতার সঙ্গে দেখা হয় জুহি চাওলার। সেই আলাপ গড়ায় প্রেমে, এবং অবশেষে পরিণয়ে।
আরও পড়ুন : 'ক্যাটওয়াক কী সেটাই জানতাম না ...' আচমকাই ভাইরাল মিমির পুরনো ভিডিয়ো, কাকে ধন্যবাদ জানালেন কেরিয়ারের জন্য?
১৯৯৫ সালে ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কেবল তাঁদের দুজনের পরিবার এবং নিকট বন্ধুরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এমনকি সেই সময় তাঁদের বিয়ের কথা কেউ জানতেও পারেনি। তাঁদের প্রথম সন্তান যখন অভিনেত্রীর গর্ভে তখন বিষয়টা জানাজানি হয়।
এই বিষয়ে বলে রাখা ভালো, জয় মেহতার দ্বিতীয় স্ত্রী হলেন জুহি। তিনি এর আগে যশ বিড়লার বোন সুজাতা বিড়লাকে বিয়ে করেছিলেন। কিন্তু ১৯৯০ সালে একটি প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয় সুজাতার। তারপরই ঘনিষ্টতা বাড়ে জুহি এবং জয়ের। জুহি সেই সময় বন্ধু হিসেবে পাশে ছিলেন জয়ের। তাঁকে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত তাঁদের।
আরও পড়ুন : শ্বেতা - রণজয়ের কোন গোপনে মন ভেসেছে থেকে আচমকাই সরে দাঁড়ালেন রোশনি! কারণ জানিয়ে 'অহনা' বললেন ...
প্রসঙ্গত জয় মেহতা দ্য মেহতা গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রায় ১০০০ থেকে ২৪০০ কোটি টাকার মালিক। সৌরাষ্ট্র সিমেন্ট থেকে গুজরাট সিদ্ধি সিমেন্ট সহ একাধিক ব্যবসা আছে তাঁর। আফ্রিকা, কানাডা, আমেরিকা সহ একাধিক দেশে ছড়িয়ে রয়েছে তাঁর ব্যবসা। তাঁরা কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিকও বটে।