শনিবার ১১ মে কলকাতায় কেকেআরের এবারের শেষ ম্যাচ ছিল। আর সেখানে ছিলেন না শাহরুখ। তবে এসেছিলেন জুহি চাওলা, অনন্যা পাণ্ডে এবং সুহানা খান। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রিঙ্কুরা।
ইডেনে কেকেআরের শেষ ম্যাচে এলেন কারা?
এদিন ইডেনে কেকেআরের শেষ ম্যাচে শাহরুখ খান আসেননি। বরং তাঁর কোপার্টনার জুহি চাওলা এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কিং খান কন্যা সুহানা খান এবং তাঁর বেস্ট ফ্রেন্ড অনন্যা পাণ্ডে। এদিন তাঁদের তিনজনেই কেকেআরের জার্সি পরে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় কৌশাম্বি যেন রাজকন্যা, বরের হাত ধরে এলেন রিসেপশনে, কেমন সেজেছিলেন আদৃত?
অন্যদিকে এদিন ঋতুপর্ণা সেনগুপ্তও হাজির ছিলেন মাঠে। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে শিল্পা শেট্টি চিনতে পারেননি ঋতুপর্ণাকে। ব্যাঙ্গ করেছিলেন তাঁর ছবি নষ্ট করার জন্য। তবে এদিন সুহানা, অনন্যারা কিন্তু তাঁর সঙ্গে সেলফি তুলতে ভোলেন না। ফলে ইডেনে কেকেআরের শেষ ম্যাচ যে বেশ জমে উঠেছিল তারকাদের উপস্থিতিতে সেটা বলাই যায়। তবে এদিন ম্যাচে ছিল বৃষ্টির ভ্রুকুটি। তবে সেটাকে উপেক্ষা করেও ম্যাচ হয়।
আরও পড়ুন: সমদীপ্তার ভাবনায় মিলে গেল ভিদা করো আর তোমারও অসীমে! অরিজিৎ - রবি গানের ম্যাশাপে মুগ্ধ নেটপাড়া
কেকেআর ভার্সেস মুম্বই ইন্ডিয়ান্স
বৃষ্টির জন্য পুরো ২০ ওভার খেলা হয়নি এদিন। ১৬ ওভারের ম্যাচ হয়। এদিন কলকাতা ১৬ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৫৭ রান তোলে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ১৩ ওভারে ৫ উইকেট খুইয়ে ১০৫ রান তুলেছে (এই আর্টিকেল লেখা অবধি)।